যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান
অনীক মিশকাত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2019 05:35 PM BdST Updated: 24 Sep 2019 09:13 PM BdST
প্রাথমিক পর্বে দুই দলের লড়াইয়ে ছিল সমতা। ঢাকায় জিতেছিল আফগানিস্তান। চট্টগ্রামে শোধ নিয়েছিল বাংলাদেশ। ফাইনালে ছিল রোমাঞ্চের হাতছানি। তাতে জল ঢেলে দিল বৃষ্টি। পরিত্যক্ত হয়ে গেল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে কোনো টি-টোয়েন্টি এই প্রথম পরিত্যক্ত হল।
ম্যাচ পরিত্যক্ত, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ ও আফগানিস্তান
লম্বা সময় অপেক্ষা করেও কোনো কাজ হয়নি। পরিত্যক্ত হয়ে গেছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল। যৌথ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান।
রাত নয়টায় দুই আম্পায়ার দুই দলকে জানিয়ে দেন সিদ্ধান্ত। দুই দলের খেলোয়াড়রা মাঠে হ্যান্ডশেক করে আড্ডায় মেতে উঠেন।
থেমেছে বৃষ্টি
সাড়ে তিন ঘণ্টা ঝরিয়ে বৃষ্টি থেমেছে মিরপুরে। রাত ৮টা ৪০ মিনিট বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে মাঠে নামেন বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়। ফুটবল নিয়ে গা গরম শুরু করেন স্বাগতিকরা। এখনও মাঠ তৈরির কাজ শুরু করেননি গ্রাউন্ডসম্যানরা।
ওভার কাটা শুরু
টানা বৃষ্টি চলছে মিরপুরে। বেগ কখনও বাড়ছে, কখনও কমছে। ধীরে ধীরে ফিকে হয়ে আসছে খেলা হওয়ার সম্ভাবনা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে শুরু হয়েছে ওভার কাটা। রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু করতে না পারলে পরিত্যক্ত হয়ে যাবে ফাইনাল।
টস হওয়ার কথা ছিল ছয়টায়। বৃষ্টির জন্য সেই সময়ে টস সম্ভব হয়নি। সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল খেলা। তখনও মিরপুরের আকাশে ঝরছে বৃষ্টি। নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা।
রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে পরিত্যক্ত হবে ফাইনাল। সেক্ষেত্রে যৌথ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
বৃষ্টিতে টসে দেরি
শঙ্কা জেগেছিল আগেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। পাঁচটার দিকে শুরু হওয়া গুড়িগুড়ি বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে হয়নি টস।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের টস হওয়ার কথা সন্ধ্যা ছয়টায়। এর ঘণ্টা খানেক আগে বৃষ্টি শুরু হয়েছে মিরপুরে। কাভার দিয়ে ঢাকা রয়েছে সেন্টার উইকেট। সময় মতো টস হওয়ার সম্ভাবনা খুব কম।
খেলা না হলে যৌথ চ্যাম্পিয়ন
ফাইনালে নেই কোনো রিজার্ভ ডে। মঙ্গলবার খেলা সম্ভব না হলে যৌথ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ ও আফগানিস্তান। সারাদিনই আকাশ মেঘে ঢাকা। এক মুহূর্তের জন্য সরেনি সেন্টার উইকেটের কাভার।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জিতে ফাইনালের গেরো কাটিয়েছে বাংলাদেশ। ওয়ানডে দিয়ে পুরুষ দল আন্তর্জাতিক ক্রিকেটে জিতেছে নিজেদের প্রথম শিরোপা। এবার তাদের সামনে টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম শিরোপা জয়ের হাতছানি।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শিরোপা নির্ধারণী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। প্রাথমিক পর্বের দুই দলের লড়াইয়ে ছিল সমতা। ঢাকায় হেরে যাওয়া বাংলাদেশ জেতে চট্টগ্রামে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে হারের পর গত শনিবারের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল অধিনায়ক সাকিবের। আফগানদের আবার হারিয়ে তাদের বিপক্ষে রেকর্ড আরেকটু ভালো করার হাতছানি স্বাগতিকদের সামনে।
নিখুঁত ম্যাচ খেলার আশায় বাংলাদেশ
প্রাথমিক পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে শীর্ষে থেকে প্রাথমিক পর্ব শেষ করে বাংলাদেশ। তিন জয়ের কোনোটিতেই নিখুঁত ক্রিকেট খেলতে পারেনি স্বাগতিকরা। ফাইনালে শিষ্যদের কাছ থেকে নিখুঁত ক্রিকেট চান প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
চার ম্যাচেই শুরুতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিং ভুগিয়েছে স্বাগতিকদের। গত বিশ্বকাপ থেকে ফিল্ডিং ভীষণ ভোগালেও ত্রিদেশীয় সিরিজে দেখা গেছে দৃশ্যমান উন্নতি। ভালো করেছেন বোলাররা। শেষটা রাঙাতে ব্যাটসম্যানদের কাছ থেকে দাবিটা একটু বেশিই ডমিঙ্গোর।
-
মুশফিক-লিটনের ব্যাটে লিডের দুয়ারে বাংলাদেশ
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ