ভারতে হতাশার দিনে প্রাপ্তি কেবল মাহিদুলের ব্যাটিং

ধারহীন বোলিংয়ের পর ব্যাটিং হলো যাচ্ছেতাই। আগের ম্যাচে নাটকীয় জয় পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এবার লড়াইও করতে পারল না। ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে প্রাপ্তি কেবল মাহিদুল ইসলামের ব্যাটিং।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2019, 12:55 PM
Updated : 23 Sept 2019, 12:55 PM

তৃতীয় এক দিনের ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪৯ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২২ ওভারে বিনা উইকেটে ১১৪ রান করে ভারত। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশ পায় ১৭৪ রানের লক্ষ্য। সফরকারীরা দুই বল বাকি থাকতে গুটিয়ে যায় ১২৪ রানে।  

লক্ষ্মৌতে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দৃঢ়তায় শুরুটা ভালো করে ভারত। স্বাগতিকদের ইনিংসের ১৮তম ওভারে বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২২ ওভারে। পরের চার ওভারেও শুরুর জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ।

৬৩ বলে ৭ চারে ৫৩ রান করেন ভুপেন্দ্র জয়সাল। ৬৯ বলে ৫ চারে ৫১ রান করেন আরিয়ান জুয়াল।

কঠিন রান তাড়ায় বাংলাদেশ শুরুতেই পিছিয়ে পড়ে। চতুর্থ ওভারে ১৯ রানের মধ্যে হারায় প্রথম চার ব্যাটসম্যানকে। ত্রয়োদশ ওভারে ৫৬ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে শেষ হয়ে যায় জয়ের আশা।

প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল আরিফুল হক। একটি করে ছক্কা ও চারে করেন ২৩ রান। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে পরাজয়ের ব্যবধান কমান মাহিদুল। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে এই কিপার ব্যাটসম্যান ৩৮ বলে চার ছক্কা ও তিন চারে করেন ৫০ রান।

একই ভেন্যুতে বুধবার সিরিজ জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মাঠে নামবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত অনূর্ধ্ব-২৩ দল: ২২ ওভারে ১১৪/০ (জয়সাল ৫৩*, জুয়াল ৫১*; আবু হায়দার ০/১৩, মেহেদি ০/২৯, সুমন ০/২৮, তানভীর ০/১৪, সাইফ ০/১৫, আরিফুল ০/১১)

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: (লক্ষ্য ২২ ওভারে ১৭৪) ২১.৪ ওভারে ১২৪ (সাইফ ৭, মেহেদি ৪, ইয়াসির ৫, জাকির ১, আরিফুল ২৩, ফারদিন ২, সাব্বির ৬, মাহিদুল ৫০, আবু হায়দার ৮, সুমন ১১, তানভীর ১*; শেঠ ৩/১১, হৃত্বিক ২/২১, আর্শদীপ ২/৩৬, সমর্থ ১/৪, জয়সাল ১/৫, অনন্ত ১/১৪)

ফল: ভারত অনূর্ধ্ব-২৩ দল ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪৯ রানে জয়ী