একই দামে ফাইনালের টিকেট

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ঢাকার প্রাথমিক পর্বে যে দামে পাওয়া গিয়েছিল টিকেট সেই দামেই পাওয়া যাবে ফাইনালের টিকেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2019, 02:13 PM
Updated : 22 Sept 2019, 02:13 PM

সাধারণত প্রাথমিক পর্বের চেয়ে ফাইনালের টিকেটের দাম সব সময় বেশি থাকলেও এবার বাড়ানো হয়নি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার হতে যাওয়া বাংলাদেশ ও আফগানিস্তানের শিরোপা নির্ধারণী ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। টিকেট বিক্রি শুরু সোমবার থেকে।

এবার কোনো ব্যাংক বা অনলাইনে নয়, কেবল মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকেট। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকেট কেনা যাবে।

ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড ১৫০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা ও বিসিবি হসপিটালিটি লাউঞ্জের টিকেট মিলবে ২ হাজার টাকায়।