ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে আর্চার

অভিষেকের পর থেকে সময়টা দারুণ কাটছে জফরা আর্চারের। গতিময় এই পেসার তার এগিয়ে চলার পথে এবার পেলেন স্বীকৃতি। জায়গা করে নিলেন ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2019, 04:26 PM
Updated : 21 Sept 2019, 09:03 AM

বার্বাডোজে জন্ম নেওয়া আর্চারের ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় গত মে মাসে। এই অল্প সময়েই নিজেকে মেলে ধরে হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ। ২০১৯-২০ মৌসুমে লাল ও সাদা বলের ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ছয় ক্রিকেটারের একজন তিনি।

অ্যাশেজ টেস্ট সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ররি বার্নস লাল বলের কেন্দ্রীয় চুক্তিতে আছেন। জো ডেনলি প্রথমবারের মতো সাদা বলের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন।

অ্যাশেজ সিরিজে প্রথম টেস্টের পর আর না খেলা মইন আলি টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে নেই। একই চিত্র আদিল রশিদেরও। গত বছর তিন সংস্করণেই কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন তারা। এবার আছেন কেবল সাদা বলের ক্রিকেটে।

নিজেকে টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে থাকা জেসন রয় আছেন কেবল সাদা বলের কেন্দ্রীয় চুক্তিতে। সাদা বলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট ও ডেভিড উইলি।

ইনক্রিমেন্টাল কন্ট্রাক্টে আছেন টম কারান ও জ্যাক লিচ।

লাল ও সাদা বলের কেন্দ্রীয় চুক্তি: জফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।

লাল বলের কেন্দ্রীয় চুক্তি: জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কারান।

সাদা বলের কেন্দ্রীয় চুক্তি: মইন আলি, জো ডেনলি, ওয়েন মর্গ্যান, আদিল রশিদ, জেসন রয়, মার্ক উড।