অভিষেকও হয়ে গেল আমিনুলের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2019 06:57 PM BdST Updated: 19 Sep 2019 02:31 AM BdST
কিছুদিন আগেও জাতীয় দলের ধারেকাছে ছিলেন না আমিনুল ইসলাম বিপ্লব। ক্যারিয়ারে নাটকীয় পালাবদলে সেই আমিনুল পেলেন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ। চমক হিসেবে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে আসা লেগ স্পিনিং অলরাউন্ডার টি-টোয়েন্টি ক্যাপও পেয়ে গেলেন দ্রুতই।
চট্টগ্রামে বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী আমিনুলের। পাশাপাশি এই ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে নাজমুল হোসেন শান্তরও।
দলে নেওয়ার পর থেকেই আমিনুলকে নিয়ে চর্চা হচ্ছে অনেক। বয়সভিত্তিক পর্যায়ে তার মূল পরিচয় ছিল ব্যাটসম্যান। পাশাপাশি কাজ চালানোর লেগ স্পিন করতেন। গত ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপির হয়ে নজর কাড়েন ৪৪০ রান করে।
কিন্তু বাংলাদেশ হাই পারফরম্যান্স দলে অনুশীলনের সময় তার লেগ স্পিনের সামর্থ্য আলাদা করে নজর কাড়ে কোচ সাইমন হেলমটের। লেগ স্পিনের কারণেই গত জুলাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি একদিনের ম্যাচে তাকে খেলানো হয় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। সেই ম্যাচে ১০ ওভারে ৪৫ রানে নিয়েছিলেন ২ উইকেট।
অগাস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে খেলেন শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজে। খুব ভালো সেখানে করতে পারেননি, ৩টি একদিনের ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট।
তবে এই ম্যাচগুলি দিয়ে তার নতুন পরিচয় মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে যায়, লেগ স্পিনার! সেই পরিচয়ই তাকে নিয়ে এসেছে জাতীয় দলে। একজন লেগ স্পিনার পেতে অনেক দিন থেকেই মরিয়া বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম পর্বের দলে নেওয়া হয় আমিনুলকে।
এরপর জাতীয় দলের সঙ্গে কেবল অনুশীলন করতে পেরেছেন একদিন। তাতেই অভিষেক হয়ে যাওয়া প্রমাণ করে, টিম ম্যানেজমেন্টও তার প্রতিভায় ভরসা করছে।
আমিনুলের মতো চমক না হলেও শান্তর টি-টোয়েন্টি দলে আসাও ছিল খানিকটা বিস্ময়ের। এতদিন তাকে টেস্ট-ওয়ানডের জন্যই মূলত বিবেচনা করা হয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টিতে এই বাঁহাতি ব্যাটসম্যানের রেকর্ড খুব উজ্জ্বল নয়। তাকেও দিতে হবে টি-টোয়েন্টি ব্যাটিংয়ের পরীক্ষা।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা