ফাইনালের ছবি আঁকছে জিম্বাবুয়ে
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে,
Published: 17 Sep 2019 04:23 PM BdST Updated: 17 Sep 2019 09:49 PM BdST
প্রথম দুই ম্যাচে জয়ের দেখা মেলেনি। পরের ম্যাচটি হারলেই নিশ্চিত হয়ে যাবে বিদায়। তবু বিশ্বাস বা সাহস, কোনোটিরই কমতি নেই জিম্বাবুয়ের। অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস জানালেন, ফাইনালে ওঠার বিশ্বাস নিয়েই সামনের ম্যাচগুলোয় মাঠে নামবে দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার ঘাম ঝরিয়েছে জিম্বাবুয়ে দল। বুধবার এই মাঠেই তাদের লড়াই টুর্নামেন্টে টিকে থাকার। প্রতিপক্ষ বাংলাদেশ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি আফিফ হোসেনের অসাধারণ এক ইনিংসের সঙ্গে।
পরের ম্যাচে আফগানিস্তানকেও তারা চাপে রাখতে পেরেছিল একটা পর্যায় পর্যন্ত। চতুর্দশ ওভারে আফগানদের রান ছিল ৪ উইকেটে ৯০। সেখান থেকে নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবির ব্যাটিং তান্ডব দলের রানকে নিয়ে যায় ধরাছোঁয়ার প্রায় বাইরে।
হেরে যাওয়া ওই দুই ম্যাচেই জয়ের উপকরণ খুঁজে পাচ্ছেন উইলিয়ামস। দলের অনুশীলন শেষে এই অলরাউন্ডার জানালেন, ছোট ছোট কিছু ব্যাপার ঠিকঠাক করতে পারলেই ধরা দেবে জয়।
“বাংলাদেশের বিপক্ষে আমাদের জিততেই হবে। আসলে পরের দুটি ম্যাচই আমাদের আবশ্যিক জয়ের ম্যাচ। আমরা যদি মৌলিক দিকগুলো ঠিকঠাক করতে পারি… যেমন ফিল্ডিং, কিছু সূক্ষ্ম ব্যাপার আছে, সেগুলো যদি ঠিকঠাক করতে পারি, দুটি ম্যাচ জয়েরই ভালো সম্ভাবনা আছে আমাদের।”
“আগের দুটি ম্যাচেই আমরা উভয় দলকে কঠিন সময় দিয়েছি, শেষ ওভার পর্যন্ত টেনে নিয়েছি। সামনে যদি মাঠে সময়মতো ভালো সিদ্ধান্ত আরও নিয়মিতভাবে নিতে পারি, আমাদের এগিয়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে।”
অন্য দুই দলের সঙ্গে ব্যবধান খুব বেশি মনে করেন না বলেই ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে প্রত্যয়ী উইলিয়ামস।
“অবশ্যই (ফাইনালে খেলা সম্ভব), আমি সবসময়ই বিশ্বাস করি। খেলাটায় পার্থক্য গড়ে সূক্ষ্ম কিছু বিষয়...কিছুই অসম্ভব নয়। আমরা মাঠে নেমে সর্বোচ্চটা উজাড় করে দেব।”
-
ডমিঙ্গোর চোখে তামিমের নেতৃত্ব
-
অনুপ্রাণিত ক্যারিবিয়ানদের নিয়ে সতর্ক ডমিঙ্গো
-
প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
-
অনুশীলনের ঘাটতি পূরণে কোচের চাওয়া
-
সিমির অলরাউন্ডার নৈপুণ্যে সিরিজ হার এড়াল আয়ারল্যান্ড
-
পরের সিরিজের ভাবনায় একাদশে ৩ পেসার
-
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
-
গল টেস্টে অনায়াসেই জিতল ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ