ওয়েডের সেঞ্চুরিকে হারিয়ে ইংল্যান্ডের জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2019 11:54 PM BdST Updated: 15 Sep 2019 11:55 PM BdST
অস্ট্রেলিয়ার লক্ষ্য চারশ ছুঁইছুঁই হওয়ার পরই অনেকটা নিশ্চিত ছিল ম্যাচের ভাগ্য। দেখার ছিল, অবিশ্বাস্য সিরিজের শেষ ইনিংসটায় নতুন কোনো বিস্ময় উপহার দিতে পারেন কিনা স্টিভেন স্মিথ। তা পারেননি এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়াও পারেনি দারুণ কিছু করতে। ম্যাথু ওয়েড অবশ্য লড়াই করেছেন সেঞ্চুরিতে। কিন্তু ইংল্যান্ড ম্যাচ জিতে নিয়েছে বড় ব্যবধানেই।
অ্যাশেজের ওভাল টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। আগের টেস্ট জিতেই অস্ট্রেলিয়া নিশ্চিত করেছিল অ্যাশেজ ধরে রাখা।
রোববার ম্যাচের চতুর্থ দিনে ৩৯৮ রানের লক্ষ্যে ছুটে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২৬৩ রানে।
সিরিজে দ্বিতীয় সেঞ্চুরিতে ওয়েড করেছেন ১১৭ রান। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও জ্যাক লিচ নিয়েছেন চারটি করে উইকেট।

ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া বিপদে পড়ে শুরুতেই। পঞ্চম ওভারে ব্রডের দুর্দান্ত ডেলিভারিতে ডিগবাজি খায় মার্কাস হ্যারিসের স্টাম্প।
এরপর নিয়মিত শিকার ডেভিড ওয়ার্নারকেও ফেরান ব্রড। এই নিয়ে সিরিজে তাকে আউট করলেন সপ্তমবার।

সিরিজের ৭ ইনিংসে প্রথমবার ৮০ রানের নিচে আউট হলেন স্মিথ। ৭৭৪ রান করেছেন ১১০.৫৭ গড়ে।
অপেক্ষা এরপর কেবল ম্যাচ শেষের। ওয়েডের ব্যাট দীর্ঘায়িত করেছে সেই অপেক্ষা। মিচেল মার্শ, টিম পেইনরা থিতু হয়েও সঙ্গ দিতে পারেননি লম্বা সময়।
জো রুটের বলে স্টাম্পড হয়ে ১১৭ রানে থামে ওয়েডের লড়াই। দিনের শেষ ভাগে ইংল্যান্ড নিশ্চিত করে জয়।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯৪
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২২৫
ইংল্যান্ড ২য় ইনিংস: ৩২৯
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৯) ৭৭ ওভারে ২৬৩ (হ্যারিস ৯, ওয়ার্নার ১১, লাবুশেন ১৪, স্মিথ ২৩, ওয়েড ১১৭, মার্শ ২৪, পেইন ২১, কামিন্স ৯, সিডল ১৩, লায়ন ১, হেইজেলউড ০; ব্রড ১৫-১-৬২-৪, আর্চার ১৫-২-৬৬-০, কারান ৮-৩-২২-০, লিচ ২২-৮-৪৯-৪, ওকস ৭-১-১৯-০, রুট ৯-১-২৬-২)।
ফল: ইংল্যান্ড ১৩৫ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজ ২-২ ড্র
ম্যান অব দা ম্যাচ: জফরা আর্চার
ম্যান অব দা সিরিজ: স্টিভেন স্মিথ
-
বিশ্বকে নিয়ে ম্যাথিউসের প্রতিরোধ
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
-
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি
-
‘অসাধারণ খেলোয়াড় সাইমন্ডস মানুষ হিসেবে ছিল চমৎকার’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু