ওয়েডের সেঞ্চুরিকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অস্ট্রেলিয়ার লক্ষ্য চারশ ছুঁইছুঁই হওয়ার পরই অনেকটা নিশ্চিত ছিল ম্যাচের ভাগ্য। দেখার ছিল, অবিশ্বাস্য সিরিজের শেষ ইনিংসটায় নতুন কোনো বিস্ময় উপহার দিতে পারেন কিনা স্টিভেন স্মিথ। তা পারেননি এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়াও পারেনি দারুণ কিছু করতে। ম্যাথু ওয়েড অবশ্য লড়াই করেছেন সেঞ্চুরিতে। কিন্তু ইংল্যান্ড ম্যাচ জিতে নিয়েছে বড় ব্যবধানেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2019, 05:54 PM
Updated : 15 Sept 2019, 05:55 PM

অ্যাশেজের ওভাল টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। আগের টেস্ট জিতেই অস্ট্রেলিয়া নিশ্চিত করেছিল অ্যাশেজ ধরে রাখা।

রোববার ম্যাচের চতুর্থ দিনে ৩৯৮ রানের লক্ষ্যে ছুটে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২৬৩ রানে।

সিরিজে দ্বিতীয় সেঞ্চুরিতে ওয়েড করেছেন ১১৭ রান। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও জ্যাক লিচ নিয়েছেন চারটি করে উইকেট।

সকালে ইংল্যান্ড দিন শুরু করেছিল দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩১৩ রান নিয়ে। এ দিন তারা আর যোগ করে ১৬ রান। একটি উইকেট নিয়ে প্যাট কামিন্স সিরিজ শেষ করেন ২৯ উইকেট নিয়ে।

ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া বিপদে পড়ে শুরুতেই। পঞ্চম ওভারে ব্রডের দুর্দান্ত ডেলিভারিতে ডিগবাজি খায় মার্কাস হ্যারিসের স্টাম্প।

এরপর নিয়মিত শিকার ডেভিড ওয়ার্নারকেও ফেরান ব্রড। এই নিয়ে সিরিজে তাকে আউট করলেন সপ্তমবার।

মার্নাস লাবুশেন পারেননি লড়াই করতে। লেগ গালির ফাঁদ পেতে স্মিথকে কেবল ২৩ রানে থামান ব্রড।

সিরিজের ৭ ইনিংসে প্রথমবার ৮০ রানের নিচে আউট হলেন স্মিথ। ৭৭৪ রান করেছেন ১১০.৫৭ গড়ে।

অপেক্ষা এরপর কেবল ম্যাচ শেষের। ওয়েডের ব্যাট দীর্ঘায়িত করেছে সেই অপেক্ষা। মিচেল মার্শ, টিম পেইনরা থিতু হয়েও সঙ্গ দিতে পারেননি লম্বা সময়।

জো রুটের বলে স্টাম্পড হয়ে ১১৭ রানে থামে ওয়েডের লড়াই। দিনের শেষ ভাগে ইংল্যান্ড নিশ্চিত করে জয়।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯৪

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২২৫

ইংল্যান্ড ২য় ইনিংস: ৩২৯

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৯) ৭৭ ওভারে ২৬৩ (হ্যারিস ৯, ওয়ার্নার ১১, লাবুশেন ১৪, স্মিথ ২৩, ওয়েড ১১৭, মার্শ ২৪, পেইন ২১, কামিন্স ৯, সিডল ১৩, লায়ন ১, হেইজেলউড ০; ব্রড ১৫-১-৬২-৪, আর্চার ১৫-২-৬৬-০, কারান ৮-৩-২২-০, লিচ ২২-৮-৪৯-৪, ওকস ৭-১-১৯-০, রুট ৯-১-২৬-২)।

ফল: ইংল্যান্ড ১৩৫ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজ ২-২ ড্র

ম্যান অব দা ম্যাচ: জফরা আর্চার

ম্যান অব দা সিরিজ: স্টিভেন স্মিথ