আফগানিস্তান ম্যাচের দলে আবু হায়দার

জয় দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগে বোলিংয়ে শক্তি বাড়িয়েছে। দলে ফেরানো হয়েছে বাঁহাতি পেসার আবু হায়দারকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 01:54 PM
Updated : 14 Sept 2019, 02:10 PM

২০১৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় আবু হায়দারের। গত বছর ডিসেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন সবশেষ টি-টোয়েন্টি।

এই সংস্করণে এ পর্যন্ত ১৩ ম্যাচ থেলে ৫৫ গড়ে ৬ উইকেট নিয়েছেন আবু হায়দার। ওভার প্রতি দিয়েছেন ৯.১৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারা ২৩ বছর বয়সী এই পেসার বেশ সফল ঘরোয়া টি-টোয়েন্টিতে।

২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ খেলে ৭ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন আবু হায়দার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শুক্রবার জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারায় স্বাগতিকরা।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান, আবু হায়দার।