ম্যাকেঞ্জির ভালো লেগেছে আফিফের হতাশা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2019 07:22 PM BdST Updated: 14 Sep 2019 07:59 PM BdST
ম্যাচ শেষ করতে না পারায় হতাশ ছিলেন আফিফ হোসেন। বাঁহাতি এই ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফেরার সময় তার হতাশাটুকু বুঝতে পেরেছিলেন নিল ম্যাকেঞ্জিও। আর তা থেকেই ব্যাটিং কোচ বুঝতে পেরেছেন, আফিফের মাঝে বিশেষ কিছু একটা আছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। আট নম্বরে নেমে ৫২ রানের বিস্ফোরক ইনিংস খেলে স্বাগতিকদের জয়ের নায়ক আফিফ।
আফিফ যখন আউট হন তখন জয় থেকে মাত্র ৩ রান দূরে ছিল বাংলাদেশ। শনিবার দলের অনুশীলন শেষে ম্যাকেঞ্জি জানান, আফিফের ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপ দাগ কেটেছে তার মনে।
“ওর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো, আউট হয়ে ফেরার সময় ম্যাচ শেষ করতে না পারায় খুব হতাশ ছিল। এতেই আমি বুঝেছি, ওর মাঝে বিশেষ কিছু আছে। ও সাহসী, স্মার্ট ক্রিকেট খেলেছে।”
দশম ওভারে ৬০ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ক্রিজে গিয়ে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান আফিফ। এরপর আর পেছনে তাকাতে হয়নি ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যানকে। অমন চাপের মধ্যে যে কর্তৃত্ব নিয়ে তিনি খেলেছেন তাতে মুগ্ধ ব্যাটিং কোচ।
“সিপিএলে ওর একটা চুক্তি ছিল। এতেই বোঝা যায় কেউ কেউ ওর মাঝে ইতিবাচক কিছু দেখেছে।”
“ও মাঠে নেমেই ম্যাচটা ওদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। ওর অ্যাপ্রোচ আমার পছন্দ হয়েছে। ওকে দেখাটা ছিল রোমাঞ্চকর। আমি ওকে কয়েক দিন দেখেছি। ওর সম্পর্কে কয়েক মাস ধরেই শুনছিলাম। আমি খুব খুশি যে ও দলে ফিরেছে আর দেখিয়েছি সে কি। ওকে ফিরে পাওয়াটা দারুণ, আশা করি ওর ধারাবাহিকতা থাকবে। অবশ্যই ম্যাচে ওর দারুণ একটা প্রভাব ছিল।”
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের