খেলা চলার সময় হঠাৎ অন্ধকার শের-ই-বাংলা

জিম্বাবুয়ের ইনিংসের সেটি শেষ ওভার। বোলিং করতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান। হঠাৎই অন্ধকার চারপাশ। নিভে গেল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সব ফ্লাডলাইট। বন্ধ হলো খেলা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2019, 04:18 PM
Updated : 13 Sept 2019, 07:34 PM

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার বাংলাদেশ ও জিম্বাবুয়ের লড়াইয়ে দেখা গেল বিদ্যুৎ বিভ্রাট। খেলা বন্ধ থাকল ৯ মিনিট।

বিদ্যুৎ চলে যাওয়ার পর তাৎক্ষনিকভাবে অন্ধকারাচ্ছন্ন ছিল পুরো মাঠই। তবে বিকল্প লাইনে আবার সংযোগ চলে আসে দ্রুতই। প্রেসবক্স ও বিসিবি ভবনের আলো জ্বলে ওঠে। কিন্তু ফ্লাড লাইট বন্ধ হয়ে গেলে আবার জ্বলে উঠতে সময় লাগে কিছুটা। ক্রিকেটাররা শুরুতে মাঠ ছাড়তে উদ্যত হলেও পরে তারা অপেক্ষা করেন মাঠের মাঝেই।

এর আগে ২০১৬ এশিয়া কাপের ফাইনালে বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছিল শের-ই-বাংলা স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফ্লাড লাইট নিভে যাওয়ায় খেলা বন্ধ থেকেছে কয়েকবার।