টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম বলেই তাইজুলের উইকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হতে অনেকটা সময় লেগে গেল তাইজুল ইসলামের। তবে সাফল্য পেতে সময় লাগল না একটুও। ক্যারিয়ারের প্রথম বলেই নিলেন উইকেট! টি-টোয়েন্টিতে নিজের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি আগে ছিল না বাংলাদেশের আর কারও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2019, 03:03 PM
Updated : 13 Sept 2019, 07:34 PM

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার এই স্বাদ পেলেন তাইজুল। নিজের প্রথম বলেই ফিরিয়ে দেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলরকে।

৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৫টি টেস্ট খেলেছেন তাইজুল। ওয়ানডে খেলেছেন ৬টি। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে করেছিলেন হ্যাটট্রিক। এবার রাঙালেন টি-টোয়েন্টি অভিষেকের মুহূর্তটিও।

টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশের হয়ে ম্যাচের দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন তাইজুল। উইকেট প্রাপ্তিতে অবশ্য ব্যাটসম্যানের অবদানই বেশি।

তাইজুল ডেলিভারি করেছিলেন অফ-মিডল স্টাম্পে একটু ঝুলিয়ে। নতুন বোলারকে প্রথম বলেই স্লগ করতে গেলেন অভিজ্ঞ টেইলর। বল উঠল কেবল ওপরেই। শর্ট থার্ডম্যানে সহজ ক্যাচ নেন মাহমুদউল্লাহ।   

বাংলাদেশের হয়ে টেস্টে ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি নেই কারও। তবে ওয়ানডেতে প্রথম বলে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন।

তাইজুল টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম হলেও প্রথম বলে উইকেট বিশ্ব ক্রিকেটে খুব বিরল নয়। তাইজুলের আগে ১৫ জন বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখিয়েছেন এই কৃতিত্ব।

প্রথম বোলার হিসেবে এই কীর্তিতে রেকর্ড বইয়ে নাম তুলেছিলেন মাইকেল ক্যাসপ্রোভিচ। কেবল প্রথম বলেই নয়, ইতিহাসের প্রথম টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ান এই পেসার উইকেট নিয়েছিলেন প্রথম দুই বলেই! আউট করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম ও স্টিভেন ফ্লেমিংকে।

ক্যাসপ্রোভিচকে স্পর্শ করেন পরে লকি ফার্গুসন। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ডের এই ফাস্ট বোলার প্রথম দুই বলেই আউট করেছিলেন সাব্বির রহমান ও সৌম্য সরকারকে।

একটুর জন্য ক্যাসপ্রোভিচ ও ফার্গুসনের পাশে নাম লেখাতে পারেননি পাপুয়া নিউ গিনির উইলি গাভেরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালে উইকেট নিয়েছিলেন তিনি নিজের প্রথম ও তৃতীয় বলে।

তালিকায় আছে এমন একটি নাম, যেটি বিস্ময় জাগাতে বাধ্য। বিরাট কোহলিও উইকেট নিয়েছিলেন প্রথম বলেই! টেকনিক্যালি যদিও তার উইকেটটি ছিল আসলে বল হওয়ার আগেই। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে কেভিন পিটারসেন স্টাম্পড হয়েছিলেন কোহলির ওয়াইড বলে!

এছাড়াও টি-টোয়েন্টিতে নিজের প্রথম বলে উইকেট নিয়েছেন ভারতের অজিত আগারকার ও প্রজ্ঞান ওঝা,  দক্ষিণ আফ্রিকার আলফন্সো টমাস ও ররি ক্লেইনভেল্ট,  অস্ট্রেলিয়ার শট টেইট, ইংল্যান্ডের জো ডেনলি, হংহংয়ের নাদিম আহমেদ, নেপালের পরশ খড়কা, পাকিস্তানের আমির ইয়ামিন, ওমানের অজয় লালচেতা ও শ্রীলঙ্কার লাকশান সান্দাক্যান।