পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করবে শ্রীলঙ্কা

পাকিস্তান সফরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে-সরকারের কাছে এমন খবর আসার পর দেশটির ক্রিকেট দলের পাকিস্তান সফর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 06:53 PM
Updated : 11 Sept 2019, 06:53 PM

ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাসহ শ্রীলঙ্কার ১০ ক্রিকেটার নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যেতে রাজি হননি। তবে বুধবারই পাকিস্তান সফরের দল দেয় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

করাচিতে আগামী ২৭, ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর হবে তিনটি ওয়ানডে। লাহোরে হবে টি-টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ৯ অক্টোবর।

এর আগে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে দেশটি সফরের সবুজ সংকেত দিয়েছিল শ্রীলঙ্কা। তবে নতুন হুমকির বার্তায় ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে।

সরকারের কাছ থেকে তথ্য পাওয়ার পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তিতে দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

২০০৯ সালে পাকিস্তান সফরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা দল।