
পাকিস্তান সফরে শ্রীলঙ্কা দলের নেতৃত্বে থিরিমান্নে-শানাকা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2019 07:44 PM BdST Updated: 11 Sep 2019 07:44 PM BdST
পাকিস্তান সফরের আগে নেতৃত্বে পরিবর্তন আনতে হয়েছে শ্রীলঙ্কাকে। ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন লাহিরু থিরিমান্নে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে দাসুন শানাকাকে।
ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাসহ শ্রীলঙ্কার ১০ ক্রিকেটার নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যেতে রাজি নন। তাই এসেছে অনেক পরিবর্তন।
ওয়ানডে দলে একমাত্র নতুন মুখ ২৪ বছর বয়সী ব্যাটসম্যান মিনোদ ভানুকা। টি-টোয়েন্টি দলে তার সঙ্গে আছেন আরেক নতুন মুখ ভানুকা রাজাপাকসে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়া দানুশকা গুনাথিলাকা ফিরেছেন। তার সঙ্গে দুই সংস্করণের দলেই আছেন বাঁহাতি রিস্ট স্পিনার লাকশান সান্দাক্যান।
করাচিতে আগামী ২৭, ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর হবে তিনটি ওয়ানডে। লাহোরে হবে টি-টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ৯ অক্টোবর।
ওয়ানডের শ্রীলঙ্কা দল: লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আভিশকা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, শেহান জয়াসুরিয়া, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ভানিদু হাসারাঙ্গা, লাকশান সান্দাক্যান, নুয়ান প্রদিপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।
টি-টোয়েন্টির শ্রীলঙ্কা দল: দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আভিশকা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, শেহান জয়াসুরিয়া, দাসুন শানাকা (অধিনায়ক), মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ভানুকা রাজাপাকাসে, লাহিরু মাদুশঙ্কা, ভানিদু হাসারাঙ্গা, লাকশান সান্দাক্যান, নুয়ান প্রদিপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- ইলিয়াস কাঞ্চনের ‘মুখোশ’ খুলবেন শাজাহান খান
- ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল ভারত
- এসএ গেমস: দাপুটে জয়ে সোনা জিতল ছেলেরা
- পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএলের
- ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ
- হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ
- ‘ধর্ষণের শিকার মেয়েকে চুপ থাকতে বলেছিলেন’ অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী
- বৈশ্বিক ক্রীড়া আসরে ৪ বছর নিষিদ্ধ রাশিয়া
- এসএ গেমস: শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না সাইফ-আফিফরা
- চলে গেলেন অভিজিতের বাবা অজয় রায়