সীমিত ওভারের ক্রিকেটে উইন্ডিজের নতুন অধিনায়ক পোলার্ড

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তন আনলো দেশটির ক্রিকেট বোর্ড। ওয়ানডেতে জেসন হোল্ডারকে ও টি-টোয়েন্টিতে কার্লোস ব্র্যাথওয়েটকে সরিয়ে দুই ফরম্যাটেই কাইরন পোলার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2019, 04:19 PM
Updated : 9 Sept 2019, 05:45 PM

জুন-জুলাইয়ের বিশ্বকাপের পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ক্যারিবীয়দের অধিনায়ক ছিলেন অলরাউন্ডার হোল্ডার। আর টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেন ব্র্যাথওয়েট। তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান রিকি স্কেরিট সোমবার সীমিত ওভারের দুই সংস্করণের দলে পোলার্ডকে অধিনায়ক করার ঘোষণা দেন।

পোলার্ড শেষ ওয়ানডে খেলেছেন প্রায় তিন বছর আগে; ২০১৬ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে। অধিনায়ক হিসেবে তার প্রথম মিশন আফগানিস্তানের বিপক্ষে।

নভেম্বরে ভারতের মাটিতে আফগানদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।