বাংলাদেশকে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ দিল আফগানিস্তান

লিড চারশতে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিল আফগানরা। যেতে পেরেছে তারা খুব কাছে। চট্টগ্রাম টেস্ট জিততে হলে তাই বাংলাদেশকে গড়তে হবে নতুন ইতিহাস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2019, 06:50 AM
Updated : 8 Sept 2019, 06:50 AM

জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ৩৯৮। রোববার চতুর্থ দিনে বৃষ্টির কারণে খেলা সোয়া দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়ার পর আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৬০ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশকে ২০৫ রানে গুটিয়ে দিয়ে আফগানদের লিড ছিল ১৩৭ রানের।

টেস্টে আগে কখনোই ২১৫ রানের বেশি তাড়া করে জেতেনি বাংলাদেশ। জিততে হলে এবার তাই আগের রেকর্ডকে পেছনে ফেলতে হবে দ্বিগুনের কাছাকাছি ব্যবধানে।

টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসে ৩৯৮ রানের বেশি তাড়া করে জয়ের কীর্তি আছে মাত্র ৪টি।

দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে খেলা শুরু করা আফগানরা চতুর্থ দিনে খেলতে পারে ৬.৩ ওভার। যোগ করে আর ২৩ রান।

৩৪ রানে দিন শুরু করা কিপার-ব্যাটসম্যান আফসার জাজাই অপরাজিত থেকে যান ৪৮ রান।

শেষ দুই জুটির প্রথমটি ইয়ামিন আহমাদজাইয়ের রান আউট। আর জহির খানকে ফিরিয়ে শেষ উইকেটটি নেন মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২

বাংলাদেশ ১ম ইনিংস: ২০৫

আফগানিস্তান ২য় ইনিংস: ৯০.১ ওভারে ২৬০ (আগের দিন ২৩৭/৮) (আফসার ৪৮*, ইয়ামিন ৯, জহির ০*; সাকিব ১৯-৩-৫৮-৩, মিরাজ ১২.১-৩-৩৫-২, তাইজুল ২৮-৬-৮৬-২, নাঈম ১৭-২-৬১-২, মুমিনুল ১০-৬-১৩-০, মোসাদ্দেক ৪-১-৩-০)।