বৃষ্টির দাপটেই শেষ শান্তদের ম্যাচ

বৃষ্টির দাপটেই শেষ হলো শ্রীলঙ্কা ইমার্জিং ও বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচের মতো এটিও হয়েছে ড্র।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2019, 12:30 PM
Updated : 6 Sept 2019, 12:37 PM

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার শেষ দিনে মাঠে গড়ায়নি বল। প্রথম দিনেও বল মাঠে না গড়ানোর পর মাঝের দুই দিনে খেলা হয় মাত্র ৬৬ ওভার।

চার দিনে এক ইনিংসও শেষ না হওয়া ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি দুই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং। তৃতীয় দিন শেষে আফিফ ১০০ ও শান্ত ৮৮ রানে অপরাজিত ছিলেন।

খুলনায় দুই দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছিল। সে ম্যাচের প্রথম ইনিংসে ১৩৩ রানের দারুণ ইনিংস খেলা শান্ত হয়েছেন সিরিজ সেরা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ১ম ইনিংস: ৬৬ ওভারে ২০৮/৩ (সাইফ ৪, আমিনুল ৯, শান্ত ৮৮*, ইয়াসির ০, আফিফ ১০০*; ফার্নান্দো ১৪-৪-৩১-০, সিরাজ ১৮-৪-৪১-১, ড্যানিয়েল ১১-৬-২৮-২, নিশান ১৩-১-৬৩-০, আমিলা ১০-০-৪১-০)

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দা সিরিজ: নাজমুল হোসেন শান্ত