শান্তদের ম্যাচে বৃষ্টির দাপট

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের দ্বিতীয় চার দিনের ম্যাচে চলছে বৃষ্টির দাপট। প্রথম দিনে এক বলও মাঠে না গড়ানোর পর দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ২৩ ওভার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2019, 01:58 PM
Updated : 4 Sept 2019, 02:00 PM

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ বুধবার ৩ উইকেটে করেছে ৫৭ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৬ ও আফিফ হোসেন ১৬ রানে ব্যাট করছেন।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। আরেক ওপেনার আমিনুল ইসলাম করেন ৯ রান। দলীয় ২১ রানে ইয়াসির আলি রানের খাতা খোলার আগেই ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর অধিনায়কের সঙ্গে জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন আফিফ।

খুলনায় দুই দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছিল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ১ম ইনিংস: ২৩ ওভারে ৫৭/৩ (সাইফ ৪, আমিনুল ৯, শান্ত ২৬*, ইয়াসির ০, আফিফ ১৬* ; ফার্নান্দো ৮-২-২১-০, সিরাজ ৮-১-২১-১, ড্যানিয়েল ৬-৪-১০-২, নিশান ১-০-৪-০)