গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেমিতে মেয়েরা

টানা তিন জয়ে গ্রুপ সেরা হয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমি-ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 06:09 PM
Updated : 3 Sept 2019, 06:09 PM

স্কটল্যান্ডের ডান্ডিতে মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৩ রানে জিতেছে দল। বাংলাদেশের ইনিংসের পর বৃষ্টি নামলে স্কটল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৬৩। তাদের ইনিংস থামে ৪৯ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে অভিজ্ঞ ওপেনার আয়েশার পরিবর্তে সানজিদার সঙ্গে ইনিংসের উদ্বোধন করেন মুরশিদা খাতুন। ৯ বলে ৪ রান করে সানজিদা বিদায় নিলে ভাঙে ১৬ রানের জুটি। ২ চারে ২৬ রান আসে মুরশিদার ব্যাট থেকে। তিনে নেমে ৩৫ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা।

তবে সেভাবে রানের গতি বাড়াতে পারেননি কেউই। পাঁচে নামা ফারজানা হকের ২২ বলে ২৩ রানে সপ্তদশ ওভারে একশ ছাড়ায় মেয়েদের সংগ্রহ। ঐ ওভারেই এলবিডব্লিউ হয়ে ফেরেন ফারজানা।  ১৭ ওভারে দলের সংগ্রহ দাঁড়ায় ১০৪ রান।

নিজের প্রথম ওভারে প্রতিপক্ষ ওপেনার সারাহ ব্রাইসকে ফিরিয়ে দেন আগের ম্যাচে অসাধারণ বোলিং করা নাহিদা আক্তার। পরের ওভারে লর্না জ্যাককে আউট করে উইকেট শিকারে যোগ দেন রিতু মনি। ইনিংসের ষষ্ঠ ওভারে দুই রান আউটে সুবিধাজনক অবস্থায় চলে যায় বাংলাদেশ।

খাদিজা তুল কোবরার করা সপ্তম ওভারেও দুটি উইকেট হারায় স্কটল্যান্ড। ২১ রান করা প্রতিপক্ষ অধিনায়ক ক্যাথরিন ব্রাইসকে ফিরিয়ে জয়কে নাগালে নিয়ে আসেন এই স্পিনার।

এর আগে প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে ও পাপুয়া নিউ গিনিকে ৬ রানে হারায় মেয়েরা। ৫ সেপ্টেম্বর হবে দুটি সেমি-ফাইনাল। ৭ সেপ্টেম্বর ফাইনাল। ফাইনালে ওঠা দুই দল যোগ্যতা অর্জন করবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৭ ওভারে ১০৪/৪ (সানজিদা ৪, মুরশিদা ২৬, নিগার ৩৫*, রিতু ৪, ফারজানা ২৩, ফাহিমা ২*; ক্যাথরিন ব্রাইস ২/১৩, মাকসুদ ২/২০)।

স্কটল্যান্ড: (লক্ষ্য ৮ ওভারে ৬৩) ৮ ওভারে ৪৯/৬ (সারাহ ৩, ক্যাথরিন ২১, জ্যাক ১, হকিন্স ৯, গ্লেন ২, উইলস ২, চ্যাটার্জি ৫, ওয়াটসন ৩; জাহানারা ১-০-৫-০, নাহিদা ২-০-১০-১, রিতু ২-০-১৭-১, ফাহিমা ২-০-৮-০, খাদিজা ১-০-৭-১,)।

ফল: বাংলাদেশ ১৩ রানে জয়ী