ধোনিকে ছাড়িয়েও কোহলির পা মাটিতেই
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2019 12:41 PM BdST Updated: 03 Sep 2019 03:55 PM BdST
-
ছবি: বিসিসিআই
আগের টেস্টের জয়ে মহেন্দ্র সিং ধোনির পাশে বসেছিলেন বিরাট কোহলি। পরের টেস্টের জয়ে গেলেন ছাড়িয়ে। ভারতের সফলতম টেস্ট অধিনায়ক এখন এককভাবে কোহলি। তবে পূর্বসূরির চেয়ে কম ম্যাচে নেতৃত্ব দিয়ে তাকে ছাড়িয়ে গেলেও পা মাটিতেই রাখছেন অধিনায়ক কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানের জয়ে ভারতকে নেতৃত্ব দিয়ে এই কীর্তি গড়েছেন অধিনায়ক কোহলি। ২৮ জয় নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ২৭ জয়ে নেতৃত্ব দেওয়া ধোনিকে।
ভারতকে ৬০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৭টি জয়ের মুখ দেখেছিলেন অধিনায়ক ধোনি। তার কাছ থেকে অধিনায়কত্ব পেয়ে কোহলির ২৮ জয় হয়ে গেলো ৪৮ টেস্টেই।
তবে রেকর্ডের পরও আনন্দে ভেসে যাচ্ছেন না কোহলি। সাফল্যের কৃতিত্ব দিলেন তিনি তার দলকে। বিশেষ করে বোলারদের।
“সত্যি বলতে, অধিনায়কত্ব স্রেফ ‘C’ নামের একটি শব্দ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবার মিলিত প্রচেষ্টা। আমাদের দলটির যে মান, সেটিরই ফসল এই সাফল্য। আমাদের যে বোলাররা আছে, ওরা না থাকলে আমি মনে করি না এই সাফল্য সম্ভব হতো।”
কোহলির এই মন্তব্য শতভাগ সত্যি। ভারত বরাবরই দারুণ সব টেস্ট ব্যাটসম্যান পেয়ে আসছে। যুগ যুগ ধরেই তাদের ব্যাটিং লাইনআপ ছিল বিশ্বের সেরাদের মধ্যে। কিন্তু বোলিং আক্রমণে ম্যাচ জেতানোর মতো বোলার দুই-একজনের বেশি তারা পায়নি খুব একটা। কিন্তু কোহলির দলের পেস আক্রমণকে মনে করা হয় ভারতের ইতিহাসের সেরা। সঙ্গে স্পিন আক্রমণও দুর্দান্ত। তাই বরাবরই দেশের মাটিতে অপ্রতিরোধ্য ভারত এখন নিয়মিত জিতে চলেছে দেশের বাইরেও।
দেশের বাইরেও তাই ভারতের সফলতম টেস্ট অধিনায়ক কোহলি। এই সিরিজের প্রথম টেস্ট জিতেই বিদেশের মাটিতে রেকর্ডটি হয়ে গিয়েছিল তার। এই সিরিজের দুই টেস্ট জয়ের পর দেশের বাইরে অধিনায়ক কোহলির জয় ২৭ টেস্টে ১৩টি। ২৮ টেস্টে ১১ জয়ে নেতৃত্ব দিয়ে আগের রেকর্ড ছিল সৌরভ গাঙ্গুলির।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন