উইন্ডিজকে উড়িয়ে পুরো ১২০ পয়েন্ট পেল ভারত

ফল অনুমিতই ছিল। অপেক্ষা ছিল কেবল সময়ের। চতুর্থ দিনে সেই ফলটা পেতে দুই সেশনও লাগল না ভারতের। ‘কনকাশন’ বদলির সুযোগ নিয়ে ১২ জন ব্যাট করলেও লড়াই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। পুরো ১২০ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করল ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 05:34 AM
Updated : 3 Sept 2019, 09:55 AM

কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে হারিয়েছে ভারত। দুই ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-০তে।

শেষ ইনিংসে ৪৬৮ রানের লক্ষ্যে ছুটে সোমবার চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে স্রেফ ২১০ রানেই।

দুই ম্যাচ থেকে ৬০ করে মোট ১২০ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে আপাতত বিরাট কোহলির দল।

অধিনায়ক কোহলিরও দারুণ এক মাইলফলক ধরা দিয়েছে এই জয়ে। ২৮ জয় নিয়ে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক এখন কোহলিই।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট করেছে ১২ জন, টেস্ট ইতিহাসে এমন কিছু হলো প্রথমবার। ব্যাটিংয়ের সময় অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন ড্যারেন ব্রাভো। ‘কনকাশন’ পরীক্ষায় দেখা যায়, আগের দিন জাসপ্রিত বুমরাহর বল হেলমেটে লাগা থেকেই সেই অস্বস্তির উৎপত্তি। তার বদলি খেলানোর সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নামেন জার্মেইন ব্ল্যাকউড।

ব্ল্যাকউড ব্যাটিংয়ে নামার আগেই বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেটে ৪৫ রান নিয়ে তারা শুরু করেছিল দিন। ব্রাভোর ঘটনা দিনের শুরুর দিকেই। বুমরাহকে দারুণ এক কাভার ড্রাইভে চার মারার পরই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন।

শামারাহ ব্রুকস ও রোস্টন চেইস সেখান থেকে কিছুটা লড়াই করার চেষ্টা করছিলেন। চেইসকে ফিরিয়ে ৪২ রানের সেই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। পরের ওভারেই শিমরন হেটমায়ারকে ফেরান ইশান্ত শর্মা।

দলের ৪ উইকেটে ৯৮ রানে ব্যাটিংয়ে নামেন ব্ল্যাকউড। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের একমাত্র অর্ধশত রানের জুটি আসে তখনই। ব্রুকস ও ব্ল্যাকউড যোগ করেন ৬১ রান।

৩৮ রানে ব্ল্যাকউডের বিদায়ে ভাঙে এই জুটি। দ্বিতীয় টেস্ট খেলতে নামা ব্রুকস আউট হয়ে যান ক্যারিয়ারের প্রথম ফিফটির পরপরই।

এরপর কেবল শেষের অপেক্ষা। একপাশে ৯ চারে ৩৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক জেসন হোল্ডার। আরেক পাশে উইকেট পড়েছে নিয়মিত। হোল্ডারকে ফিরিয়েই ম্যাচের ইতি টানেন জাদেজা। 

প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ফিফটি করে ম্যাচের সেরা হনুমা বিহারি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৪১৬

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১১৭

ভারত ২য় ইনিংস: ১৬৮/৪ (ডি.)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৪৬৮, আগের দিন ৪৫/২) ৫৯.৫ ওভারে ২১০ (ব্রাভো ২৩ (আহত অবসর), ব্রুকস ৫০, চেইস ১২, হেটমায়ার ১, ব্ল্যাকউড ৩৮, হোল্ডার ৩৯, হ্যামিল্টন ০, কর্নওয়াল ১, রোচ ৫, গ্যাব্রিয়েল ০*; ইশান্ত ১২-২-৩৭-২, বুমরাহ ১১-৪-৩১-১, শামি ১৬-২-৬৫-৩, জাদেজা ১৯.৫-৪-৫৮-৩, বিহারি ১-০-৩-০)।

ফল: ভারত ২৫৭ রানে জয়ী

সিরিজ: ২ ম্যাচ সিরিজে ভারত ২-০তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: হনুমা বিহারি