আফ্রিদিকে ছাড়িয়ে শীর্ষে মালিঙ্গা

সেই চেনা বোলিং। সেরা সময়কে মনে করিয়ে দেওয়া বিধ্বংসী ইয়র্কার। দুজন ব্যাটসম্যান বোল্ড হলেন লাসিথ মালিঙ্গার দুর্দান্ত ইয়র্কারে। তাতে লঙ্কান পেস গ্রেট ছাড়িয়ে গেলেন শহিদ আফ্রিদিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ উইকেট শিকারি এখন মালিঙ্গা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2019, 06:54 PM
Updated : 1 Sept 2019, 07:09 PM

৯৮ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন আফ্রিদি। রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাবেক পাকিস্তানি লেগ স্পিনারকে ছাড়িয়ে গেছেন মালিঙ্গা।

পাল্লেকেলেতে ৯৭ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন মালিঙ্গা। ইনিংসের প্রথম ওভারেই কলিন মানরোকে বোল্ড করে পাশে বসে যান আফ্রিদির। পরে দ্বিতীয় স্পেলে ফিরে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে গেছেন টপকে।

ম্যাচ অবশ্য আফ্রিদির চেয়ে অনেক কম খেলেছেন মালিঙ্গা। ৯৯ ম্যাচে ৯৮ উইকেট নিয়ে শেষ হয় আফ্রিদির ক্যারিয়ার। মালিঙ্গা ছাড়িয়ে গেলেন ২৫ ম্যাচ কম খেলেই।

উইকেট শিকারে এই দুজনের পরেই আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের উইকেট এখন ৭২ ম্যাচে ৮৮টি। পাকিস্তানের উমর গুল নিয়েছেন ৬০ ম্যাচে ৮৫ উইকেট। ৬৪ ম্যাচে গুলের সমান উইকেট নিয়েছেন তার স্বদেশি সাঈদ আজমল।

ঘরোয়া-আন্তর্জাতিক, স্বীকৃত সব টি-টোয়েন্টি মিলিয়ে উইকেট শিকারে মালিঙ্গা আছেন দুইয়ে। ২৮৩ ম্যাচে তার উইকেট ৩৭৮টি। ৪৫০ ম্যাচে ৪৯০ উইকেট নিয়ে সবার ওপরে এখানে ডোয়াইন ব্রাভো। ৩২৯ ম্যাচে ৩৭২ উইকেট নিয়ে তিনে সুনিল নারাইন।