অক্টোবরে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা

তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে অক্টোবরে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশের মেয়েরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2019, 02:46 PM
Updated : 31 August 2019, 03:01 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড শুক্রবার এক বিবৃতিতে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া এই সফরের বিষয়টি জানায়। পরে শনিবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও নিশ্চিত করেছে। সবকটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় নারী দল হিসেবে এ বছর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ নারী দল করাচিতে তিনটি টি-টোয়েন্টি খেলেছিল।

আর শ্রীলঙ্কা পুরুষ দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবে।

আগামী ২৩ অক্টোবর পাকিস্তান যাবে বাংলাদেশ দল। ২৬ অক্টোবর হবে প্রথম টি-টোয়েন্টি। ২০১৫ সালে সবশেষ পাকিস্তান সফর করেছিল বাংলাদেশের মেয়েরা। ওই সফরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ এ হেরেছিল তারা, তবে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ড্র করেছিল।

সফরের সূচি:

২৬ অক্টোবর          প্রথম টি-টোয়েন্টি       লাহোর গাদ্দাফি স্টেডিয়াম

২৮ অক্টোবর          দ্বিতীয় টি-টোয়েন্টি      লাহোর গাদ্দাফি স্টেডিয়াম

৩০ অক্টোবর          তৃতীয় টি-টোয়েন্টি      লাহোর গাদ্দাফি স্টেডিয়াম

২ নভেম্বর             প্রথম ওয়ানডে          লাহোর গাদ্দাফি স্টেডিয়াম

৪ নভেম্বর             দ্বিতীয় ওয়ানডে         লাহোর গাদ্দাফি স্টেডিয়াম