মাহমুদউল্লাহর সেঞ্চুরি, বোলিংয়ে উজ্জ্বল তাসকিন-ইবাদত
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2019 06:58 PM BdST Updated: 30 Aug 2019 07:12 PM BdST
থিতু হয়ে ফিরলেন লিটন দাস, সাব্বির রহমান। দুইবার ব্যাটিংয়ে নেমেও ব্যর্থ সাকিব আল হাসান। তাদের হতাশার দিনে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতিটা দারুণ হলো মাহমুদউল্লাহর। দায়িত্বশীল ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। বোলিংয়ে আলো ছড়িয়েছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।
বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ নামে দুই দলে ভাগ হয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন ক্রিকেটাররা। সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ লাল দল প্রথম দিন ৮৪.১ ওভারে গুটিয়ে গেছে ২৬৮ রানে।
দুই পেসার তাসকিন ও ইবাদত মিলে নিয়েছেন ৭ উইকেট। ৪৫ রানে ৪ উইকেট নিয়েছেন তাসকিন, ইবাদত ৪২ রানে ৩টি।

১৮ রানে ৩ উইকেট হারানো লাল দল প্রতিরোধ গড়ে লিটন ও মাহমুদউল্লাহর ব্যাটে। অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেকের বলে লিটন বোল্ড হলে ভাঙে সম্ভাবনাময় জুটি। সাব্বিরের সঙ্গে ৬৫ রানের জুটিতে দলকে টানেন মাহমুদউল্লাহ।
৩৪ রান করা সাব্বিরকে কট বিহাইন্ড করে জুটি ভাঙেন ইবাদত। চারে নেমে গোল্ডেন ডাকের স্বাদ পাওয়া সাকিব সাতে আবারও নেমে ফিরেন ৯ রান করে। এবার বাঁহাতি এই ব্যাটসম্যানকে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম।

শেষের দিকে আবু হায়দার ও শফিউল ইসলামের দৃঢ়তায় আড়াইশ ছাড়ায় লাল দলের সংগ্রহ।
শনিবার দ্বিতীয় দিন ব্যাটিং করবে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সবুজ দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ লাল ১ম ইনিংস: ৮৪.১ ওভারে ২৬৮ (জহুরুল ১৩, মিঠুন ১, লিটন ২৫, সাকিব ০, মাহমুদউল্লাহ ১০৭, সাব্বির ৩৪, সাকিব ৯, মেহেদি ৮, আবু হায়দার ৪০, শফিউল ১৯*, আবু জায়েদ ৬; তাসকিন ১২.১-২-৪৫-৪, ইবাদত ১৪-২-৪২-৩, তাইজুল ১৪-৩-৪১-১, ফরহাদ ৭-১-২৫-০, মোসাদ্দেক ১২-২-৪১-১, রানা ৮-৪-১৬-০, সঞ্জিত ৭-১-২০-০, মুমিনুল ১-০-১-০, সৌম্য ৪-০-১৭-০, আরিফুল ৫-০-১৫-১)
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)