বৃষ্টির কবলে শান্তদের ম্যাচ

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিনে দাপট দেখিয়েছে বৃষ্টি। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2019, 12:33 PM
Updated : 29 August 2019, 05:58 PM

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলা হয়েছে ৪৯ ওভার। ৬ উইকেটে ১৯০ রান নিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। আশেন বান্দারা ৫৭ ও চামিকা করুনারত্নে ৮ রানে ব্যাট করছেন।
 
৪ উইকেট হাতে নিয়ে ১৭০ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৬০ রান।
 
চার উইকেটে ১০১ রান নিয়ে খেলতে নামা সফরকারীরা স্কোরবোর্ডে ৪০ রান যোগ হতে হারায় প্রমোদ মাদুওয়ান্থার উইকেট। তানভীর ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন ৪০ রান করা এই ব্যাটসম্যান। ভাঙে ৮২ রানের জুটি। 
 
শফিকুল ইসলামের বলে দিনের দ্বিতীয় সাফল্য পায় স্বাগতিকরা। সাইফ হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন রমেশ মেন্ডিস।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ১ম ইনিংস: ৩৬০
 
শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনিংস: (আগের দিন ১০১/৪) ৮৭ ওভারে ১৯০/৬ (বান্দারা ৫৭*, করুনারত্নে ৮*; ইয়াসিন ১৬-৪-২৮-০, শফিকুল ২০-৬-৪৭-১, নাঈম ৩২-১২-৬৪-৪, তানভীর ১৭-৬-৩০-১, আফিফ ২-১-৬-০)