‘সুপারম্যান’ স্টোকস, স্তুতির স্রোতে সামিল মুশফিকও
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2019 02:31 PM BdST Updated: 26 Aug 2019 02:31 PM BdST
কেউ বলছেন সুপারম্যান, কেউ বিশ্বাস করে উঠতে পারছেন না এখনও। হেডিংলির ২২ গজে ব্যাট হাতে যে জাদুকরী ইনিংস খেলেছেন বেন স্টোকস, তাতে মোহাবিষ্ট হয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্ব। স্টোকসের বন্দনায় মেতেছেন সবাই। মুগ্ধতার স্রোতে সামিলদের মধ্যে আছে মুশফিকুর রহিমের নামও।
টেস্ট ক্রিকেট নিয়ে বরাবরই আলাদা রোমাঞ্চের কথা বলে আসছেন মুশফিক। শ্বাসরুদ্ধকর ম্যাচটির পর স্টোকসের কীর্তির পাশাপাশি টেস্ট ক্রিকেটের কথাও উঠে এসেছে মুশফিকের টুইটে। স্টোকসের ছবি দিয়ে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান লিখেছেন, “কে বলেছে টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে? দেখতে হবে অ্যাশেজ... কী দারুণ ইনিংসই না খেলেছে এই মানুষটি! মুখিয়ে আছি চতুর্থ টেস্ট দেখার জন্য...।”
শচিন টেন্ডুলকারের কথায়ও স্টোকসের পাশাপাশি উঠে এলো টেস্ট ক্রিকেটের কথা।
“এই ম্যাচ দেখিয়েছে, টেস্ট ক্রিকেট কতটা কঠিন ও কতটা বিনোদনদায়ী। বেন স্টোকস কেবল নিজেকে ছাড়িয়েই যাচ্ছে। এই ইনিংস নিয়ে লোকে কথা বলবে দীর্ঘদিন।”
অবসরে চলে যাওয়া আরেক কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স যেন স্টোকসের প্রশংসায় ভাষা খুঁজে বেড়াচ্ছিলেন।
“এটি ছিল দারুণ স্পেশাল কিছু বেন স্টোকস, এটি আসলে অদ্ভূতুড়ে! ওয়েল ডান...।”
ড্রেসিং রুমে টুপি দিয়ে মুখ ঢেকে আছেন স্টোকস, এমন একটি ছবি দিয়ে সতীর্থ স্টুয়ার্ট ব্রড লিখেছেন, “সে কি করে ফেলেছে, মনে হয় না নিজেও বিশ্বাস করতে পারছে!”
উপযুক্ত ভাষা হাতড়ে বেড়াচ্ছিলেন অস্ট্রেলিয়ান গ্রেট মার্ক ওয়াহও।
“এই ম্যাচ ও স্টোকসের ইনিংসকে ফুটিয়ে তুলতে কোনো শব্দই যথেষ্ট নয়। অবিশ্বাস্য!”
ড্রেসিং রুমেই স্টোকসের আরেকটি ছবি দিয়ে সহকারী কোচ ও সাবেক অধিনায়ক পল কলিংউড করেছেন যেন সর্বোচ্চ প্রশংসা।
“টেস্ট ক্রিকেট মোটেও বিরক্তিকর নয়, স্টোকস একজন সুপারম্যান।”
“মাই নেম ইজ বণ্ড...জেমস বণ্ড”, জেমস বন্ড সিরিজের বিখ্যাত এই সংলাপকে অনুকরণ করে কেভিন পিটারসেনের টুইট, “মাই নেম ইজ বেন… বেন স্টোকস।”
মৌসুমের শুরুতে ওভালে স্টোকসের অসাধারণ এক ক্যাচ দেখে ধারাভাষ্যকক্ষে অবিশ্বাস নিয়ে নাসের হুসেইন বলেছিলেন, “ইউ ক্যান নট ডু দ্যাট বেন স্টোকস..।” এই ইনিংসের পর নিজের কথার পুনরাবৃত্তি তাকে করতে হলো আবার, “তুমি এটা করতে পারো না বেন স্টোকস...!”
বিশ্বকাপ ফাইনালে স্টোকসের অবিস্মরণীয় পারফরম্যান্সে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ওয়ানডে দলের অধিনায়ক ওয়েন মর্গ্যান নেই টেস্টে। তবে স্টোকসের আরেকটি অসাধারণ পারফরম্যান্স দেখে তার ছোট্ট স্তুতি, “সত্যিকার অর্থেই স্মরণীয়!”
এমনিতে প্রশংসায় বরাবরই যিনি কৃপণ কিংবা অতি সতর্ক বলে পরিচিত, সেই জেফ বয়কটও প্রশংসায় পঞ্চমুখ।
“জীবনে আমি স্মরণীয় ক্রিকেট মুহূর্ত কম দেখিনি। কিন্তু গত ৫০ বছরের বেশি সময়ের সেরা এটিই। বেন স্টোকস অ্যাশেজকে জিইয়ে রেখেছে এবং জাদুকরী ও প্রেরণাদায়ী এক ইনিংস খেলেছে। তার বিশ্বকাপ পারফরম্যান্সের চেয়েও এগিয়ে থাকবে এটি।”
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা