পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2019, 08:46 PM
Updated : 23 August 2019, 08:46 PM

২৭ ও ২৯ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর করাচিতে হবে তিনটি ওয়ানডে। লাহোরে টি-টোয়েন্টি তিনটি হবে ৫, ৭ ও ৯ অক্টোবর। লঙ্কানদের এই সফর দিয়ে দেড় বছর পর পাকিস্তানে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। 

পাকিস্তানে সবশেষ ওয়ানডে সিরিজ হয়েছিল সেই ২০১৫ সালে; তিন ম্যাচের সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। এরপর থেকে পাকিস্তানে সফরকারী দলগুলো কেবল টি-টোয়েন্টি খেলেছে। 

২০১৭ সালের অক্টোবরে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি খেলেছিল শ্রীলঙ্কা। সেই সময়ের অধিনায়ক উপুল থারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, নিরোশান ডিকভেলা, সুরঙ্গা লাকমল ও আকিলা দনাঞ্জয়া সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন।

অক্টোবরে শ্রীলঙ্কার এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল। সেটি সরিয়ে নেওয়া হয়েছে ডিসেম্বরে। সেই সিরিজের ভেন্যু এখনও পরিষ্কার নয়।

পিসিবি টেস্ট সিরিজ পাকিস্তানেই আয়োজন করতে ইচ্ছুক। তবে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী জানান, পাকিস্তানে টেস্ট খেলার ঝুঁকি নিতে রাজি নন লঙ্কান ক্রিকেটাররা।