বৃষ্টির আগে বিপর্যয়ে অস্ট্রেলিয়া

লর্ডস টেস্টে বোলারদের দাপট চলছেই। অস্ট্রেলিয়ান বোলারদের নৈপুণ্যে প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে পারেনি ইংল্যান্ড। এবার ইংলিশ বোলাররা দ্রুতই ছোবল দিলেন অস্ট্রেলিয়ান টপ অর্ডারে। তবে বোলারদের চেয়েও বেশি দাপট ছিল বৃষ্টির। তাই তৃতীয় দিনে খেলা হতে পারেনি পুরো একটি সেশনও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2019, 05:29 PM
Updated : 16 August 2019, 05:29 PM

বৃষ্টিতে প্রথম দিনের পুরোটা ভেসে যাওয়ার পর তৃতীয় দিনেও খেলা বিঘ্নিত হয়েছে বৃষ্টিতে। তবে যতটুকু খেলা হয়েছে, তাতে মেঘলা আকাশের নিচে আলো ছড়িয়েছেন ইংলিশ পেসাররা। অস্ট্রেলিয়া করেছে ৪ উইকেটে ৮০ রান।

আগের দিন প্রথম ইনিংসে ২৫৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।

১ উইকেটে ৩০ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। নতুন দিনের শুরুটা তাদের খারাপ ছিল না। ক্যামেরন ব্যানক্রফট আঁকড়ে ছিলেন এক প্রান্ত। আরেক প্রান্তে উসমান খাওয়াজা ছিলেন সাবলীল।

ইংলিশদের হয়ে দিনের প্রথম আঘাত হানেন জফরা আর্চার। ভেতরে ঢোকা বলে ৬৬ বলে ১৩ রান করে এলবিডব্লিউ হন ব্যানক্রফট। ভাঙে ৪৯ রানের জুটি। অভিষিক্ত আর্চার পান প্রথম টেস্ট উইকেটের স্বাদ।

পরের ওভারেই আরেকটি ধাক্কা হজম করে অস্ট্রেলিয়া। এবার ক্রিস ওকসের শিকার ৫৬ বলে ৩৬ রান করা খাওয়াজা।

আগের টেস্টে দুই ইনিংসেই বিপর্যয়ের মধ্যে নেমে জুটি গড়েছিলেন ট্রাভিস হেড। এবার পারেননি পুনরাবৃত্তি করতে। স্টুয়ার্ট ব্রডের ভেতের ঢোকা বলে ৭ রানে ফিরে যান বাঁহাতি হেড।

এরপর বৃষ্টির আগ পর্যন্ত লড়াই করেছেন স্টিভেন স্মিথ ও ম্যাথু ওয়েড। আগের টেস্টের সেঞ্চুরিয়ান ওয়েড ২৩ বল খেলেও পাননি রানের দেখা। তবে টিকে আছেন। আগের টেস্টের জোড়া সেঞ্চুরিয়ান স্মিথ টিকে আছেন অস্ট্রেলিয়ার আশা আর ইংল্যান্ডের বাধা হয়ে।

লাঞ্চের আগে নামা বৃষ্টিতে আর খেলাই হতে পারেনি সারাদিনে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৫৮

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৭.১ ওভারে ৮০/৪ (ব্যানক্রফট ১৩, ওয়ার্নার ৩, খাওয়াজা ৩৬, স্মিথ ১৩*, হেড ৭, ওয়েড ০*; ব্রড ১৩-৩-২৬-২, আর্চার ১৩-৬-১৮-১, ওকস ৯-৩-২৭-১, স্টোকস ২.১-১-১-০)।