শাস্ত্রীই থাকছেন ভারতের কোচ

রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে রেখে দিয়েছে বিসিসিআই। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক এই অলরাউন্ডার।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2019, 02:55 PM
Updated : 16 August 2019, 03:02 PM

বিশ্বকাপ পর্যন্ত থাকা শাস্ত্রীর মেয়াদ ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বাড়ানো হয়। দলের সঙ্গে ক্যারিবিয়ানে থাকা ৫৭ বছর বয়সী এই কোচ সাক্ষাৎকার দেন টেলিফোনে। শুক্রবার বিসিসিআই জানায়, শাস্ত্রীই থাকছেন কোচ হিসেবে।
 
শাস্ত্রীর অধীনে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতে ভারত। দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো জেতে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ। ধরে রাখে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।  
 
২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত টিম ডিরেক্টর হিসেবে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করেন শাস্ত্রী। ২০১৭ সালে অনিল কুম্বলে সরে দাঁড়লে প্রধান কোচ হয়ে ফিরেন তিনি।
 
বিশ্বকাপের পর ভারতের নতুন প্রধান কোচের জন্য আবেদনপত্র আহ্বান করে বিসিসিআই। সাবেক অধিনায়ক কপিল দেব, আংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গাস্বামী প্রার্থীদের সাক্ষাৎকার নেন। 
 
সংক্ষিপ্ত তালিকায় শাস্ত্রীর সঙ্গে ছিলেন রবিন সিং, লালচাঁদ রাজপুত, টম মুডি, ফিল সিমন্স ও মাইক হেসন।