আর্চারকে অপেক্ষায় রাখল বৃষ্টি

টস হওয়ার আগেই ছোট্ট একটি আয়োজন হয়ে গেল মাঠের এক প্রান্তে। ইংল্যান্ডের ড্রেসিং রুমের সামনে জফ্রা আর্চারকে টেস্ট ক্যাপ তুলে দিলেন ক্রিস জর্ডান। দুজনের জন্ম বারবাডোজে, আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ইংল্যান্ডের হয়ে। দুই ফাস্ট বোলারের সম্পর্কও বেশ ঘনিষ্ঠ। সবকিছু মিলিয়ে আর্চারের স্বপ্নের টেস্ট ক্যাপ তুলে দেওয়ার জন্য জর্ডানকেই মনে করা হয়েছে উপযুক্ত। তবে ক্যাপ পেলেও আনুষ্ঠানিকভাবে আর্চারের অভিষেক হলো না এ দিন। বৃষ্টি যে টসই হতে দিল না!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2019, 05:10 PM
Updated : 14 August 2019, 05:10 PM

অ্যাশেজের লর্ডস টেস্টের প্রথম দিন পুরোটাই ভাসিয়ে নিল বৃষ্টি। টস না হওয়ায় ম্যাচটি কার্যত হয়ে গেল চার দিনের টেস্ট। ফলো অন নির্ধারিত হবে এখন দেড়শ রানের ব্যবধানে।

বৃষ্টিস্নাত দিনের এক পর্যায়ে একটু সময়ের জন্য থেমেছিল বৃষ্টি। তখনই প্রিয় বন্ধু জর্ডানের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়ে যান আর্চার। কিন্তু বৃষ্টি হতে দেয়নি টস। তাই জানা যায়নি দুই দলের একাদশও।

প্রথম দিনের ঘাটতি পুষিয়ে নিতে ম্যাচের বাকি চারদিনই নির্ধারিত সময়ের সঙ্গে বাড়তি এক ঘণ্টা করে খেলা চালানোর চেষ্টা করা হবে।

বার্মিংহামে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।