লারাকে ছাড়িয়ে রান চূড়ায় গেইল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2019 11:55 AM BdST Updated: 12 Aug 2019 11:55 AM BdST
২৪ বলে ১১ রানের ছোট্ট ইনিংস। কিন্তু এই ইনিংসের পথেও ব্যাট উঁচিয়ে ধরতে পারলেন ক্রিস গেইল। বিবর্ণ ইনিংসটির পথেই যে দেখা পেয়েছেন উজ্জ্বল দুটি মাইলফলকের! উঠে গেছেন ক্যারিবিয়ানদের হয়ে ও ক্যারিবিয়ান হিসেবে ওয়ানডে রানের চূড়ায়। দুটিতেই ছাড়িয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারাকে।
রোববার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ত্রিনিদাদের যুবরাজ বলে খ্যাত লারাকে ত্রিনিদাদেই ছাড়িয়ে যান গেইল। তবে নিজে এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারেননি ব্যাটে, পারেনি তার দলও। ভারতের কাছে হেরেছে ৫৯ রানে।
এই ম্যাচে মাঠে নেমেই অবশ্য আরেকটি দারুণ অর্জন ধরা দেয় গেইলের। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে খেললেন ৩০০ ওয়ানডে।
তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩০০ ওয়ানডে খেলতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কারণ এই ৩০০ ওয়ানডের ৩টি গেইল খেলেছেন আইসিসি বিশ্ব একাদশের হয়ে। সব ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেননি বলে রানের রেকর্ডের হিসাবও আলাদা। সেই হিসাব আলাদা ব্রায়ান লারার ক্ষেত্রেও। ক্যারিয়ারের ২৯৯ ওয়ানডের ৪টি লারা খেলেছিলেন বিশ্ব একাদশের হয়ে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডে লারাকে ছুঁতে এ দিন গেইলের প্রয়োজন ছিল কেবল ৬ রান। এই রানটুকু করতেই তাকে অপেক্ষা করতে হয় নবম ওভার পর্যন্ত। বাঁহাতি পেসার খলিল আহমেদের বল থার্ডম্যানে পাঠিয়ে সিঙ্গেল নিয়ে ছাড়িয়ে যান লারাকে।
মাঠের বড় পর্দায় অর্জনের ছবি ভেসে উঠলেও শুরুতে খেয়াল করে ওঠেননি দর্শকদের বেশিরভাগই। তাই ছিল না তেমন উল্লাস। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সেটি খেয়াল করে হাত উঁচিয়ে জাগিয়ে তোলেন দর্শকদের। তখন তুমুল হুল্লোড় ওঠে গ্যালারিতে। ব্যাট উঁচিয়ে অভিনন্দনের জবাব দেন গেইল।
পরের ওভারেই তিনি আউট হয়ে যান ১১ রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার ওয়ানডে রান এখন ১০ হাজার ৩৫৩। লারা থেমেছিলেন ১০ হাজার ৩৪৮ রানে।
ক্যারিবিয়ান হিসেবে সবচেয়ে বেশি রানের তালিকায়ও ততক্ষণে ছাড়িয়ে গেছেন লারাকে। ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব একাদশের রান মিলিয়ে গেইলের রান এখন ১০ হাজার ৪০৮। লারার ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়েছিল ১০ হাজার ৪০৫ রান করে।
এই দুইজন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯ হাজার রানও নেই আর কারও। ৮ হাজার ৭৭৮ রান করে তিনে শিবনারায়ন চন্দরপল। ৮ হাজার ৬৪৮ রান করে চারে ডেসমন্ড হেইন্স। ৬ হাজার ৭২১ রান করে পাঁচে ভিভ রিচার্ডস।
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
-
বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস