ফাইনালে ভারতকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা

শীর্ষে থেকে প্রাথমিক পর্ব শেষ করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শিরোপা জিতে দেশে ফিরতে আত্মবিশ্বাসী। অধিনায়ক আকবর আলী ও সহ-অধিনায়ক তৌহিদ হৃদয়ের বিশ্বাস নিজেদের সেরাটা দিতে পারলে ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারানো সম্ভব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2019, 05:28 PM
Updated : 10 August 2019, 05:28 PM

লন্ডনে রোববার যুব ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে বিকাল চারটায়। 

প্রাথমিক পর্বে দুই দলের লড়াইয়ে ছিল সমতা। একটি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ ও ভারত। দুটি ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

স্বাগতিক ইংল্যান্ডকে তিন ম্যাচে হারায় বাংলাদেশ। অন্য ম্যাচটি হয় টাই। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে জেতে ভারত, হারে দুটিতে।   

লন্ডনে শনিবার অনুশীলন শেষে বাংলাদেশ অধিনায়ক আকবর জানান, প্রাথমিক লক্ষ্য পূরণের পর এবার শেষটা রাঙাতে তারা উন্মুখ। 

“টুর্নামেন্টের শুরুতে আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলার। ফাইনালে ওঠে সেই লক্ষ্য পূরণ হয়েছে।”

“গত দুই তিন-মাসে আমরা যে ক্যাম্পগুলো করেছি, সেগুলো আমাদের অনেক সহায়তা করেছে। আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল। এখানে এসে আমরা এক সপ্তাহ সময় পেয়েছিলাম কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আশা করি, আগামীকাল আমরা একটা ভালো ফল করে দেশে ফিরতে পারবো।”  

সহ-অধিনায়ক হৃদয় আত্মবিশ্বাসী, টুর্নামেন্ট জুড়ে ভালো ক্রিকেট খেলা বাংলাদেশ ভালো করবে শেষ পরীক্ষায়।

“এক মাসের কষ্টের পর কাল আমাদের আসল পরীক্ষা। আমরা নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে জেতার চেষ্টা করবো।”