টেস্ট নেতৃত্বে দু প্লেসিই, ওয়ানডেতে নতুন কেউ

পরিবর্তন নিয়ে নানা আলোচনা থাকলেও দক্ষিণ আফ্রিকার টেস্ট নেতৃত্বে থেকে যাচ্ছেন ফাফ দু প্লেসি। তবে ইংল্যান্ড বিশ্বকাপে দলের ব্যর্থতার পর ওয়ানডের নেতৃত্ব তাকে হারাতেই হচ্ছে। রঙিন পোশাকে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়কের নাম জানা যাবে শিগগিরই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2019, 11:48 AM
Updated : 7 August 2019, 11:48 AM

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক কোরি ফন জিল মঙ্গলবার নিশ্চিত করেছেন টেস্টে দু প্লেসিকেই অধিনায়ক রেখে দেওয়া হবে। পাশাপাশি জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপের দিকে তাকিয়ে নতুন পথে নতুন কৌশল নিয়ে এগোবেন তারা।

৩৫ বছর বয়সী দু প্লেসির বিশ্বাস, আরও অন্তত ২-৩ বছর খেলার সামর্থ্য তার আছে। নেতৃত্ব চালিয়ে যেতে আগ্রহী ছিলেন তিনি।

ওয়ানডের নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে জোর বিবেচনায় থাকতে পারেন কুইন্টন ডি কক ও এইডেন মারক্রাম।

দক্ষিণ আফ্রিকা পরবর্তী টেস্ট খেলবে ভারতের বিপক্ষে। অক্টোবরে ভারত সফরে তিনটি টেস্ট খেলবে তারা। টেস্ট সিরিজের আগে আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।