টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ডেল স্টেইন

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার ডেল স্টেইন। দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাবেন অভিজ্ঞ এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2019, 03:44 PM
Updated : 5 August 2019, 03:44 PM

এই বছরের শুরুতে টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় শন পোলককে পেছনে ফেলে চূড়ায় ওঠেন স্টেইন। ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নিয়ে এই সংস্করণে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন।

“আমি খুব ভালোবাসি এমন একটি ফরম্যাট থেকে আজ  আমি অবসর নিয়েছি। আমার মতে, টেস্ট ক্রিকেট এই খেলাটির সেরা সংস্করণ। এটা মানসিক ও শারীরিকভাবে আপনার পরীক্ষা নেবে।”

“আর কখনও কোনো টেস্ট খেলবো না এটা ভাবা খুব ভয়ানক একটি ব্যাপার। তবে এরচেয়েও ভীতিকর আর কখনও খেলতে পারবো না এই ভাবনা। তাই আমি আমার সম্ভাবনাকে পূর্ণতা দিতে ও এই খেলায় নিজের ক্যারিয়ারের পরের সময়টাকে দীর্ঘায়িত করতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দেব।”

গত কয়েক মৌসুম ধরে স্টেইনকে ভোগাচ্ছে চোট। সেরে উঠে গত মৌসুমে তিন সংস্করণেই দেশের হয়ে খেলেছিলেন। বিশ্বকাপের আগে নতুন করে চোট পাওয়ায় সেই টুর্নামেন্টে আর খেলা হয়নি তার।