ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে অনূর্ধ্ব-১৯ দল

তানজিদ হোসেনের সেঞ্চুরির পরও শেষের ধসে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দারুণ বোলিংয়ে মাঝারি পুঁজি নিয়েও দলকে সহজ জয় এনে দিয়েছেন বোলাররা। ত্রিদেশীয় টুর্নামেন্টে তৃতীয়বারের মতো ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সবার আগে ফাইনালে পৌঁছেছে আকবর আলীর দল। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2019, 05:31 PM
Updated : 1 August 2019, 05:31 PM

নিজেদের ষষ্ঠ ম্যাচে ৭২ রানে জিতেছে বাংলাদেশ। ২২৪ রান করা সফরকারীরা ১৫২ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ডকে।  
 
এসেক্সে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পারভেজ হোসেনকে হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসানের সঙ্গে শতরানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান তানজিদ। 
 
৫ চারে ৪১ রান করে মাহমুদুল আউট হলে ভাঙে ১০৮ রানের জুটি। তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে অর্ধশতরানের জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান তানজিদ। 
 
সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকেননি এই ওপেনার। ১১৩ বলে ১৬ চার ও ২ ছক্কায় করেন ১১৭ রান। ৪০তম ওভারে দলীয় ২০৪ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তানজিদের বিদায় দিয়ে ধস নামে বাংলাদেশের ইনিংসে। 
 
মাত্র ২০ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। খেলতে পারেনি পুরো ৫০ ওভার। গুটিয়ে যায় ১৭ বল বাকি থাকতে। শেষ সাত ব্যাটসম্যানের ছয় জনই যেতে পারেননি দুই অঙ্কে। 
 
৩৮ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার পেসার নিক কিম্বার। বাংলাদেশের তিন ব্যাটসম্যান ফিরেন রান আউট হয়ে। 
 
রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারানো ইংল্যান্ড সেভাবে কখনও জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি। তিন পেসার তানজিম হাসান, শাহিন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ছোবলে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
 
বোলারদের ওপর চড়াও হয়ে ৪৩ বলে ৪০ রান করা জ্যাক হেইন্সকে বিদায় করেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। শেষের দিকে পরাজয়ের ব্যবধান কমানো কিপার-ব্যাটসম্যান ফিনলে কিম্বারকে বোল্ড ১১ ওভার বাকি থাকতে ইংল্যান্ডকে গুটিয়ে দেন মৃত্যুঞ্জয়। 
 
রাকিবুল ১৯ রানে নেন ৩ উইকেট। তানজিম ৩ উইকেট নেন ২৮ রানে। দুটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় ও শাহিন। 
  ছয় ম্যাচে চতুর্থ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও দৃঢ় করেছে বাংলাদেশ। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা ভারতের বিপক্ষে তাদের একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে ইংল্যান্ড।
 
আগামী সোমবার নিজেদের সপ্তম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.১ ওভারে ২২৪ (তানজিদ ১১৭, পারভেজ ৪, মাহমুদুল ৪১, হৃদয় ৩১, শাহাদাত ০, আকবর ১১, শামিম ১, মৃত্যুঞ্জয় ০, তানজিম ১, রাকিবুল ২, শাহিন ১*; কিম্বার ৫/৩৮, কালেন ১/৩৯, গোল্ডসওয়ার্থি ০/৪০, বল্ডারসন ০/৩০, কাদরি ০/৪১, হিল ১/৩৪) 
 
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৩৯ ওভারে ১৫২ (চার্লসওয়ার্থ ৪, ক্লার্ক ৪, মোজলি ১৭, হেইন্স ৪০, গোল্ডসওয়ার্থি ২, হিল ১, বল্ডারসন ১৮, বিন ৩০, কিম্বার ১১, কালেন ৬, কাদরি ০*; তানজিম ৩/২৮, শামিম ০/২৮, শাহিন ২/২৯, মৃত্যুঞ্জয় ২/২৩, রাকিবুল ৩/১৯, হৃদয় ০/২০,)
 
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭২ রানে জয়ী