টি-টোয়েন্টি সিরিজে হারল বাংলাদেশের মেয়েরা

শেষ ওভারেও জয়ের সম্ভাবনা ছিল ভালোমতোই। কিন্তু শেষটা ভালো করতে পারলেন না খাদিজা তুল কুবরা। প্রথম তিন বলেই প্রয়োজনীয় ১৪ রান তুলে নিলেন ড্যান ফন নিকার্ক। টানা দুই ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ মহিলা ইমার্জিং দল। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2019, 03:05 PM
Updated : 1 August 2019, 03:05 PM

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ১২০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তিন বল বাকি থাকতে।  

প্রিটোরিয়ায় বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শায়লা শারমিনকে হারায় বাংলাদেশ। অর্ধশত রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন সানজিদা ইসলাম ও নিগার সুলতানা। 

৩৯ বলে তিন চারে ৩৩ রান করে সানজিদা ফিরলে ভাঙে ৬৩ রানের জুটি। শোভানা মুশতারি ও রিতু মনির দ্রুত বিদায়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে পথ দেখান নিগার ও ফাহিমা খাতুন। 

১৪ বলে চারটি চারে ২৬ রানে অপরাজিত থাকেন ফাহিমা। অধিনায়ক নিগার তিন চারে ৫১ বলে করেন ৪৪ রান। 

আগের ম্যাচে ফিফটি করা দুই ওপেনারকে ৩৪ রানের মধ্যে ফিরিয়ে দেয় বাংলাদেশ। দ্রুত ফিরেন অধিনায়ক ন্যাডিন ডি ক্লার্ক। 

চাপে পড়া দলকে পথ দেখান ফন নিকার্ক। যোগ্য সঙ্গ পান টানিক্লিফের। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে টানিক্লিফের অবদান এক ছক্কায় ২০। ৪০ বলে ছয় চার ও এক ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন ফন নিকার্ক।

আগামী রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হবে বাংলাদেশের। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতা দলটির সামনে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়া এড়ানোর চ্যালেঞ্জ। সংক্ষিপ্ত স্কোর:
 
বাংলাদেশ মহিলা ইমার্জিং দল: ২০ ওভারে ১১৯/৪ (শারমিন ২, সানজিদা ৩৩, নিগার ৪৪*, মুশতারি ১, রিতু ৮, ফাহিমা ২৬*; তামি ২/২৩, এমলাবা ০/২১, খাকা ০/৩১, ডি ক্লার্ক ০/৭, ইভোদিয়া ১/২২, ফন নিকার্ক ১/১৫)
 
দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দল: ১৯.৩ ওভারে ১২০/৪ (ত্রিশা ১২, তাজমিন ১৮, ডি ক্লার্ক ৭, ফন নিকার্ক ৫০*, লারা ৭, টানিক্লিফ ২০*; কুবরা ০/৩৪, আজমিন ০/১২, নাহিদা ১/২৩, রিতু ১/১১, ফাহিমা ০/২৭, শারমিন ২/১৩)
 
ফল: দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দল ৬ উইকেটে জয়ী