তামিমের খুব ভালো বিশ্রাম প্রয়োজন: সাকিব

ক্যারিয়ারের দুঃসময়ে সাকিব আল হাসানকে পাশে পেলেন তামিম ইকবাল। সাকিবের বিশ্বাস, বাজে সময় কাটিয়ে উঠবেন এই ওপেনার। তবে আগে প্রয়োজন কিছু সময় খুব ভালো করে বিশ্রামে থাকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2019, 02:03 PM
Updated : 1 August 2019, 02:03 PM

দেশের সফলতম ব্যাটসম্যান তামিম ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই নিজের ছায়া হয়ে আছেন। বিশ্বকাপে সমস্যা ছিল বারবার থিতু হয়েও আউট হয়ে যাওয়া। ৮ ইনিংস খেলে ৭টিতে দুই অঙ্ক ছুঁয়েছেন, কিন্তু ফিফটি ছিল কেবল একটি।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজে তাকে দেওয়া হলো ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব। দলের বাজে পারফরম্যান্সের সিরিজে তিনি আরও হারিয়ে গেলেন ব্যাট হাতে। ৩ ইনিংসে করেন ২১ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলায় সাকিব জানেন, ক্রিকেটারদের জীবনে এরকম সময় আসাটা অস্বাভাবিক নয়। বৃহস্পতিবার ঢাকায় ডেঙ্গু সচেতনতামূলক একটি আয়োজনে এসে বিশ্বকাপ মাতানো অলরাউন্ডার মনে করিয়ে দিলেন ক্রিকেটের সেই সত্যিটাই।

“দেখুন একজন খেলোয়াড়ের এরকম সময় যেতেই পারে। আমার কাছে এখন ওর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়, খুব ভাল একটা বিশ্রাম করা, রিকভার করা, তরতাজা হওয়া এবং শক্তভাবে ঘুরে দাঁড়ানো। আমি নিশ্চিত, ও এটা করবে।”