হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের

আশা জাগিয়েও পেরে উঠলো না বাংলাদেশ মহিলা ইমার্জিং দল। প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে হেরে গেছে নিগার সুলতানার দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2019, 03:13 PM
Updated : 31 July 2019, 03:13 PM

রোমাঞ্চকর লড়াইয়ে ৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। ১৩১ রানের লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ১২৫ রান করে বাংলাদেশ।

৫ উইকেট হাতে নিয়েও শেষ ৩ ওভারে ২৫ রানের সমীকরণ মেলাতে পারেনি সফরকারীরা।

প্রিটোরিয়ায় বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শতরানের উদ্বোধনী জুটিতে লড়াইয়ের পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনারই করেন ফিফটি।

তিন ছক্কা ও ১ চারে ৫২ রান করা তাজমিন ব্রিটসকে বোল্ড করে ১৯তম ওভারে ১২৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন খাদিজা তুল কুবরা।

পরের ওভারে ত্রিশা ছেট্টিকে ফেরান রিতু মনি। কিপার-ব্যাটার ত্রিশা ৫৯ বলে ৯ চারে করেন ৭২ রান। দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে করে ১৩০ রান।

রান তাড়ায় শুরুতেই মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। ৩ চারে ২১ রান করে ফিরেন সানজিদা ইসলাম।

ফাহিমা খাতুন ও রিতুর ব্যাটে টিকে থাকে বাংলাদেশের জয়ের আশা। তবে ২ চারে ৩২ রান করে ফাহিমা ফিরলে বড় ধাক্কা খায় সফরকারীরা। তিন চারে ১০ বলে ১৯ রান করে রিতুও বিদায় নিলে আর পেরে ওঠেনি বাংলাদেশ।

একই মাঠে বৃহস্পতিবার সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে তারা।   

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দল: ২০ ওভারে ১৩০/৪ (ত্রিশা ৭২, তাজমিন ৫২, ডি ক্লার্ক ০, লারা ১* অ্যানি ২; মুশতারি ০/৩১, আজমিন ০/২৮, রিতু ২/৩০, খাদিজা ১/২১, ফাহিমা ০/১৯)

বাংলাদেশ মহিলা ইমার্জিং দল: ২০ ওভারে ১২৫/৯ (মুর্শিদা ১, সানজিদা ২১, নিগার ১২, ফাহিমা ৩৪, শারমিন ৯, নাহিদা ১, রিতু ১৯, নুজহাত ৩, মুশতারি ২, আজমিন ০*, কুবরা ১*; তামি ৩/২১, এমলাবা ১/১৬, খাকা ১/২০, অ্যানি ০/২০, ডি ক্লার্ক ১/২৪, ইভোদিয়া ১/২৩)

ফল: দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দল ৫ রানে জয়ী