ক্যাটাগরি ঠিক হওয়ার আগেই সাকিবকে নিল রংপুর
অনীক মিশকাত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2019 02:57 PM BdST Updated: 31 Jul 2019 07:42 PM BdST
চুক্তি এখনও নবায়ন না করলেও দল গোছানোর কাজ শুরু করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলোয়াড়দের ক্যাটাগরি এখনও ঠিক না করলেও সাকিব আল হাসানকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।
বিপিএলে খেলোয়াড় নেওয়া এবং ধরে রাখার নিয়মে পরিবর্তন এসেছে অসংখ্যবার। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের গত কয়েক আসরে নিলামে তোলা হয়নি। দলগুলো নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এই ক্যাটাগরির খেলোয়াড়কে ভাগ করে নেয়।
আগামী ৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের সপ্তম আসর। শুরুর দিন ঠিক হলেও এখনও অনেক কাজই বাকি। কোনো ফ্র্যাঞ্চাইজি চুক্তি নবায়ন করেনি। গভর্নিং কাউন্সিল এখনও ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়দের তালিকা ঠিক করেনি।
গত আসরে তৃতীয় হওয়া রংপুর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময়ের সেরা অলরাউন্ডার সাকিবকে দলে নেওয়ার কথা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রংপুরের সিইও জাফর সাদেক জানান, সাকিবকে তারা সম্ভাব্য ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার ধরে নিয়ে দলে নিয়েছেন।
গত দুই আসরে রংপুরের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। আগামী আসরে বিপিএলের সফলতম অধিনায়ক ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকবেন না ধরে নিয়েছে রংপুর।
“মাশরাফি টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছে। খুব শিগগিরই ওয়ানডে থেকেও অবসর নেবে। এই আসরে হয়তো সে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকবে না। সে আমাদের পরিকল্পনায় আছে। বিসিবি তাকে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে না রাখলে এবং সে আমাদের প্রস্তাবে রাজি হলে আমরা তাকে ধরে রাখব।”
গতবার ফ্র্যাঞ্চাইজিগুলো চারজন করে দেশি ক্রিকেটারকে ধরে রাখতে পেরেছিল। সেবার যত ইচ্ছা বিদেশি খেলোয়াড় নিবন্ধন করার সুযোগ ছিল। এবার সর্বোচ্চ দুই জন বিদেশি খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়ার নিয়ম করে দিয়েছে গভর্নিং কাউন্সিল। দেশি খেলোয়াড়ের ক্ষেত্রে এবার নিয়ম কি তা জানতে গভর্নিং কাউন্সিলের প্রধান ও সদস্য সচিবকে অনেকবার ফোন করেও তাদের পাওয়া যায়নি।
বিপিএলের সবশেষ তিন আসরে ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। ঢাকার সিইও ওবায়েদ নিজাম জানান, সাকিবের দল ছাড়ার ব্যাপারে এই মুহূর্তে কোনো মন্তব্য করবে না ঢাকা ডায়নামাইটস। বৃহস্পতিবার বিকালে নিজেদের অবস্থান জানাবে গত দুই আসরের রানার্সআপরা।
২০১৫ আসরে রংপুর রাইডার্সে খেলেছিলেন সাকিব। সে সময় মালিকপক্ষ ছিল ভিন্ন।
ঢাকা ডায়নামাইটসকে টানা তিন আসরের ফাইনালে নিয়ে গিয়েছিলেন সাকিব। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয় তার দল, পরের দুই আসরে রানার্সআপ।
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব