ভারপ্রাপ্ত কোচের দায় দেখছেন না ভারপ্রাপ্ত অধিনায়ক

অনেক প্রত্যাশা নিয়ে গিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত কোচের দায় কতটা? শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠল সেই প্রশ্ন। ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল দাঁড়ালেন কোচের পাশে। জানালেন, সম্ভব সবকিছুই চেষ্টা করেছেন কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 12:11 PM
Updated : 30 July 2019, 12:12 PM

আগের কোচ স্টিভ রোডসের বিদায়ের পর শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ খেলতে গেছে খালেদ মাহমুদের কোচিংয়ে। এর আগেও ঠেকার কাজ চালিয়েছেন সাবেক এই অলরাউন্ডার, এবারও পালন করছেন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব।

কোচ হিসেবে মাত্র কয়েক দিনের দায়িত্বে বড় পার্থক্য গড়া বড় এক চ্যালেঞ্জ। সিরিজের প্রথম দুই ম্যাচের ফল বলছে, সেই চ্যালেঞ্জ জিততে পারেননি ভারপ্রাপ্ত কোচ। তবে সেই না পারার জন্য খালেদ মাহমুদের দায় খুব একটা দেখছেন না তামিম।

“কোচ তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। নিজের ধারার বাইরে গিয়েও চেষ্টা করেছেন। দলকে সাফল্য এনে দিতে সম্ভব সব কিছু করেছেন। আমরা ক্রিকেটাররা ভালো না করলে কোচকে সব দায় দেওয়া ঠিক নয়। তার চেষ্টায় কোনো কমতি ছিল না। তাকে দোষ দেওয়া ঠিক না। মাঠে যে ১১ জন আমরা ছিলাম, তারা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারিনি।”