আম্পায়ারদের এলিট প্যানেলে গফ ও উইলসন

আম্পায়ারিং থেকে অবসর নিয়েছেন ইয়ান গুল্ড। বছর শেষের পারফরম্যান্স বিশ্লেষণে আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা হারিয়েছেন সুন্দরম রবি। এই দুজনের বদলে এলিট প্যানেলে ঢুকেছেন মাইকেল গফ ও জোয়েল উইলসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 10:32 AM
Updated : 30 July 2019, 10:34 AM

আইসিসির চার সদস্যের আম্পায়ার্স নির্বাচক কমিটি নিয়েছেন এই সিদ্ধান্ত। নির্বাচক কমিটিতে আছেন আইসিসির জেনারেল ম্যানেজার জেফ অ্যালারডাইস, সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার, দুই ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ও ডেভিড বুন।

ইংল্যান্ডের গফ ও ওয়েস্ট ইন্ডিজের উইলসনকে দিয়ে এলিট প্যানেলে আম্পায়ারদের সংখ্যা হলো ১২ জন।

এবারও আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের কোনো আম্পায়ার। তবে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলে আছেন বাংলাদেশের চারজন- শরফুদ্দৌলা ইবনে শহীদ, মাসুদুর রহমান, গাজী সোহেল ও তানভীর আহমেদ।

আইসিসি এলিট প্যানেল ম্যাচ রেফারিদের প্যানেলে আসেনি কোনো পরিবর্তন।

২০১৯-২০২০ মৌসুমের জন্য ম্যাচ অফিসিয়ালদের এলিট প্যানেল:

ম্যাচ রেফারি: ডেভিড বুন, ক্রিস ব্রড, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ।

আম্পায়ার: আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, পল রাইফেল, রড টাকার, জোয়েল উইলসন।