জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির আর নেই

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির চৌধুরী। রাজধানীর একটি ক্লিনিকে সোমবার সকালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 09:48 AM
Updated : 29 July 2019, 09:55 AM

গত শনিবার তার চিকিৎসার সব খরচ বিসিবি বহন করবে বলে সিদ্ধান্ত হয়েছিল বোর্ড সভায়। কিন্তু চলে গেলেন তিনি সব চিকিৎসার উর্ধ্বে।

১৯৪৫ সালে নরসিংদীতে জন্ম শামিম কবিরের। সেই সময়ের পূর্ব পাকিস্তান দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ১৯৬১ সালে। ওপেনিংয়ে ব্যাট করার পাশাপাশি প্রয়োজনে করতে পারতেন কিপিংও। পূর্ব পাকিস্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয় দলের হয়ে খেলেছেন প্রথম  শ্রেণির ক্রিকেটে।

স্বাধীনতার পর দেশের জাতীয় ক্রিকেট দল গঠন করতেই অনেকটা সময় পেরিয়ে যায়। ১৯৭৭ সালের জানুয়ারিতে সফরকারী এমসিসি দলের বিপক্ষে বিসিসিবি একাদশের মোড়কে খেলে বাংলাদেশ জাতীয় দল। সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন শামীম কবির।

তখন অবশ্য তার ক্যারিয়ারের পড়ন্ত বেলা। খেলা ছাড়ার পরও যুক্ত ছিলেন ক্রিকেটের সঙ্গে। আশির দশকে দুটি আইসিসি ট্রফিতে তিনি ছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার। ১৯৯৯ সালে পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পুরষ্কার।