দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের মেয়েদের সিরিজ জয়

দারুণ বোলিংয়ে ফাহিমা খাতুন ও খাদিজা তুল কুবরা লক্ষ্যটা রাখলেন নাগালে। টপ অর্ডারের দৃঢ়তায় বাকিটা সহজেই সারল বাংলাদেশ মহিলা ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দলকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতল নিগার সুলতানার দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 02:27 PM
Updated : 28 July 2019, 02:27 PM

তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। ১৭৭ রানের লক্ষ্য ৩২ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা। হার দিয়ে শুরু করা দলটি তিন ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

প্রিটোরিয়ায় রোববার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে দক্ষিণ আফ্রিকা। ফিরতি ক্যাচ নিয়ে তাজমিন ব্রিটসকে বিদায় করে ফাহিমা ভাঙেন ৬৪ রানের শুরুর জুটি। পরের ওভারে ৭ চারে ৩৫ রান করা রবিনকে বোল্ড করেন কুবরা।

এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৫ চারে ৬৩ রানের ইনিংসে দলকে ১৭৬ পর্যন্ত নিয়ে যান ত্রিশা ছেট্টি।

লেগ স্পিনার ফাহিমা ৩২ রানে নেন ৩ উইকেট। অফ স্পিনার কুবরা ২ উইকেট নেন ৩৪ রানে।

রান তাড়ায় বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। ৬ চারে ৩১ রান করে মুর্শিদা রান আউট হলে ভাঙে ৭৫ রানের উদ্বোধনী জুটি।

শতরানের জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শারমিন ও নিগার। ব্যাট হাতে ভালো সময় কাটানো শারমিন ১০ চারে অপরাজিত থাকেন ৮৩ রানে। অধিনায়ক নিগার ৭ চারে করেন ৪৮ রান।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দল: ৫০ ওভারে ১৭৬/৭ (রবিন ৩৫, তাজমিন ২৩, ত্রিশা ৬৩, নন্দুমিসো ১, লারা ৭, ডি ক্লার্ক ১৭, অ্যানি ৬, তামি ৮*, মালি ২*; আজমিন ০/১৫, রিতু ০/২৯, নাহিদা ১/২৭, ফাহিমা ৩/৩২, খাদিজা ৪২/৩৪, শায়লা ১/২৪, মুশতারি ০/১০)

বাংলাদেশ মহিলা ইমার্জিং দল: ৪৪.৪ ওভারে ১৭৯/১ (মুর্শিদা ৩১, শারমিন ৮৩*, নিগার ৪৮*; তামি ০/১৯, মালি ০/৩৬, অ্যানি ০/১২, এমলাবা ০/৪০, ইভোদিয়া ০/৩৪, ডি ক্লার্ক ০/২২, তাজমিন ০/৭, নন্দুমিসো ০/৬)

ফল: বাংলাদেশ মহিলা ইমার্জিং দল ৯ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ মহিলা ইমার্জিং দল ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শারমিন আক্তার