বড় সংগ্রহের পথে বিসিবি একাদশ

দুই ওপেনার সাইফ হাসান ও জহুরুল ইসলাম দলকে এনে দিয়েছেন ভালো শুরু। মিডল অর্ডারে দলকে টানছেন ইয়াসির আলী চৌধুরী। তিন ফিফটিতে বেঙ্গালুরুতে চার দিনের টুর্নামেন্টের সেমি-ফাইনালে বড় সংগ্রহের আশা জাগিয়েছে বিসিবি একাদশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 12:24 PM
Updated : 28 July 2019, 12:24 PM

ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে বিসিবি একাদশ ৩ উইকেটে করেছে ২৫৪ রান। ইয়াসির ৬ বাউন্ডারিতে ৫০ রানে ব্যাট করছেন।

আলুরের ১ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তরুণ সাইফ ও অভিজ্ঞ জহুরুল। সাবধানী ব্যাটিংয়ে এগোনো শুরুর জুটি ভাঙে ৫১তম ওভারের প্রথম বলে। ৭ চারে ৬০ রান করে ফিরেন জহুরুল। ভাঙে ১৫৪ রানের জুটি।

খানিক পর চোট পেয়ে ক্রিজ ছাড়েন সাইফ। সে সময় ৬ চার ও ৫ ছক্কায় তরুণ এই ওপেনারের রান ছিল ৯২ রান।

মুমিনুল হকের সঙ্গে ইয়াসিরের চমৎকার জুটিতে আর কোনো ক্ষতি ছাড়াই দিন কাটিয়ে দেওয়ার আশা জাগিয়েছিল বিসিবি একাদশ। ৬ চারে ৪৯ রান করে অধিনায়ক মুমিনুল ফিরলে ভাঙে ৮৬ রানের জুটি। দ্রুত ফিরেন সানজামুল ইসলাম।

শেষ বেলায় দুটি উইকেট হারালেও ম্যাচে চালকের আসনে রয়েছে 'বি' গ্রুপ সেরা হয়ে শেষ চারে ওঠা বিসিবি একাদশ।    

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি একাদশ: ৮৫.১ ওভারে ২৫৪/৩ (জহুরুল ৬০, সাইফ আহত অবসর ৯২, মুমিনুল ৪৯, ইয়াসির ৫০*, সানজামুল ০, শান্ত ০*; বীরপ্রতাপ ১৫-৪-৪৫-১, পুনিত ১৩-৪-২৪-১, অজয় ২৫.১-৫-৬৯-০, শশাঙ্ক ১৩-৪-৩০-০, বিনয় ৮-০-৪৩-০১, শুভম ১০-০-৪০-০, জিবনজট ১-০-১-০ )