কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামের আন্তর্জাতিক মর্যাদা চায় বিসিবি

ঘরোয়া ক্রিকেট নিয়মিতই হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সফরকারী ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল নিয়মিতই খেলে কক্সবাজারের এই মাঠে। এবার এই ভেন্যুর আন্তর্জাতিক মর্যাদার জন্য আইসিসির কাছে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2019, 05:27 PM
Updated : 27 July 2019, 05:27 PM

সবশেষ ২০১৪ সালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বাংলাদেশের অষ্টম আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পেয়েছিল। পর্যটনের দিকে নজর রেখে কক্সবাজারে ২০১৪ সালে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করে বিসিবি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, আরেকটি নতুন আন্তর্জাতিক ভেন্যু চান তারা।

“শেখ কামাল স্টেডিয়ামের আন্তর্জাতিক মর্যাদার জন্য আবেদন করবো। এর জন্য যা যা করা দরকার তা শুরু করছি।” 

“আধুনিক আন্তর্জাতিক মানের একটা অ্যাকাডেমি সেখানে স্থাপন করতে যাচ্ছি। সেখানে ডরমেটরির সুবিধাও থাকবে। যেন সেখান থেকে সবাই অনুশীলন করতে পারে। কোচরা কাজ করতে পারে নতুন নতুন খেলোয়াড় বের করার জন্য।”

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে বিসিবির একমাত্র ক্রিকেট অ্যাকাডেমি।