মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল গঠনে বিসিবির উদ্যোগ

প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। এরই মধ্যে এই টুর্নামেন্টে অংশ নিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করা বিসিবি অনূর্ধ্ব-১৯ দল গঠনের উদ্যোগ নিয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2019, 05:09 PM
Updated : 27 July 2019, 05:09 PM

বাংলাদেশের মেয়েদের দল ছিল মূলত একটি- জাতীয় দল। কদিন আগে সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে ইমার্জিং দল গঠন করা হয়। নিগার সুলতানার নেতৃত্বে দলটি দক্ষিণ আফ্রিকা সফর করছে। বিসিবি সভাপতি জানান, মেয়েদেরও যুব বিশ্বকাপ শুরু হতে যাওয়ায় একটি অনূর্ধ্ব-১৯ দল থাকা জরুরি হয়ে পড়েছে। 

“এবার আইসিসির সভায় গিয়ে শুনলাম, আইসিসি মেয়েদের একটা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। যাদের অনূর্ধ্ব-১৯ দল আছে, টুর্নামেন্ট আছে তারাই সুযোগ পাচ্ছে। আমাদের নেই।” 

“আমরা মনে করি, ওই টুর্নামেন্টে আমাদের মেয়েদেরও খেলা উচিত। সেদিক থেকে চিন্তা করে আমরা এবার এরই মধ্যে আমাদের সুযোগ দেওয়া যায় কি-না জানতে আবেদন করেছি। যদি হয় তো হলোই। যদি না হয় তাহলে পরের আসর থেকে যেন খেলতে পারি সে জন্য আমরা ঠিক করেছি, এই বছরই অনূর্ধ্ব-১৯ দলের জন্য ১৭ বা ১৮ বছর বয়সী মেয়েদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করবো।”

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু ও তারিখ এখনও ঠিক হয়নি।