ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের উইন্ডিজ দলে গেইল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2019 01:38 AM BdST Updated: 27 Jul 2019 01:38 AM BdST
টি-টোয়েন্টি সিরিজে না খেললেও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন ক্রিস গেইল। অভিজ্ঞ এই ওপেনারকে রেখে তিন ম্যাচের সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
গেইল বলেছিলেন বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেবেন। বিশ্বকাপ চলার সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করে জানান, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন।
দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল এবং দুই অলরাউন্ডার রোস্টন চেইস ও কিমো পল।
আগামী ৮ অগাস্ট গায়ানায় হবে প্রথম ওয়ানডে।
ফিটনেস প্রমাণ করতে পারলে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন আন্দ্রে রাসেল। তবে এই অলরাউন্ডারকে ওয়ানডে সিরিজের দলে রাখেননি নির্বাচকরা। সবশেষ ৭ ম্যাচে মাত্র ৫৫ রান করা ড্যারেন ব্রাভো জায়গা হারিয়েছেন দলে। বাদ পড়েছেন ব্যাটসম্যান সুনিল আমব্রিস, অফ স্পিনার অ্যাশলি নার্স ও পেসার শ্যানন গ্যাব্রিয়েল।
ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, জন ক্যাম্পবেল, এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, রোস্টন চেইস, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, শেলডন কটরেল, ওশান টমাস, কেমার রোচ।
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
-
বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ