আয়ারল্যান্ড টেস্ট থেকে ছিটকে গেলেন অ্যান্ডারসন

কাফ মাসলের চোট থেকে সেরে না ওঠায় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন জেমস অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ শুরুর টেস্টেও অভিজ্ঞ এই পেসারের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 04:25 PM
Updated : 23 July 2019, 04:25 PM

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে লর্ডস টেস্টে শুরু হবে বুধবার। আগামী ১ অগাস্ট বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট।

গত ২ জুলাই ল্যাঙ্কাশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে খেলার সময় ডান পায়ের কাফ মাসলে চোট পান অ্যান্ডারসন। তারপর থেকে তিন সপ্তাহ ধরে সেভাবে বোলিং করতে পারেননি এই পেসার।

অ্যাশেজের আগে চোট ভাবাচ্ছে ইংল্যান্ডকে। বিশ্বকাপ জয়ের দুই নায়ক, গতিময় দুই পেসার মার্ক উড ও জফরা আর্চার ভুগছেন চোটে। এবার টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটের মালিক অ্যান্ডারসনও হার মানলেন চোটের কাছে।

৩৭ ছুঁই ছুঁই অ্যান্ডারসন এখনও টেস্টে দেশের মাটিতে ইংল্যান্ডের বোলিং আক্রমণের সেরা অস্ত্র। প্রথম পেসার হিসেবে টেস্টে ছয়শ উইকেট পেতে আর ২৫ উইকেট চাই তার।