রিতুর অলরাউন্ড নৈপুণ্য, শায়লার ফিফটির পরও হার

দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়েও লড়াই করলেন রিতু মনি। দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি করলেন শায়লা শারমিন। এরপরও দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দলের কাছে হার এড়াতে পারেনি নিগার সুলতানার দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 04:08 PM
Updated : 23 July 2019, 04:08 PM

প্রিটোরিয়ায় প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ মহিলা ইমার্জিং দল। ১৯৮ রান তাড়ায় সফরকারীরা থামে ১৫১ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন পেসার রিতু। পরে বিদায় কিপার ত্রিশা ছেট্টিকেও।

বাজে শুরুর ধাক্কা সামাল দিয়ে সম্মিলিত চেষ্টায় দুইশ রানের কাছে যায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ন্যাডিন ডি ক্লার্ক করেন ৫৪ রান।

রিতু ৩৩ রানে নেন ৪ উইকেট। নাহিদা আক্তার ৩ উইকেট নেন ৪২ রানে।

রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। দশম ওভারে আট রানের মধ্যে হারিয়ে ফেলে চার উইকেট। অর্ধশত রানের জুটিতে প্রতিরোধ গড়েন শায়লা ও রিতু। ৬৮ বলে ৬ চারে ৩৩ রান করে রিতু ফিরলে ভাঙে ৬৪ রানের জুটি।

অষ্টম উইকেটে ফাহিমা খাতুনের সঙ্গে আরেকটি অর্ধশত রানের জুটি গড়েন শায়লা। ৭ চারে ৬১ রান করে তিনি ফিরলে ভাঙে ৫২ রানের জুটি। শেষের দিকে ৩৮ বলে অপরাজিত ৩২ রানের ইনিংসে দলকে দেড়শ রানে নিয়ে যান ফাহিমা। বাংলাদেশের আট ব্যাটার এই ম্যাচে যেতে পারেননি দুই অঙ্কে।

ফিফটির পর আঁটসাঁট বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ডি ক্লার্ক।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দল: ৪৮ ওভারে ১৯৮ (রবিন ৩, তাজমিন ৫, ত্রিশা ৩৪, নন্দুমিসো ১৭, লারা ৩৮, সিনালো ২, ডি ক্লার্ক ৫৪, অ্যানি ১২, তামি ১৮, খাকা ১*, এমলাবা ০; আজমিন ০/৩২, রিতু ৪/৩৩, নাহিদা ৩/৪৩, খাদিজা ১/২৬, ফাহিমা ১/৪৬, শায়লা ০/১১)

বাংলাদেশ মহিলা ইমার্জিং দল: ৪৯ ওভারে ১৫১ (মুর্শিদা ৪, শারমিন ০, নিগার ১, সানজিদা ০, শায়লা ৬১, রিতু ৩৩, আজমিন ২, মুশতারি ০, ফাহিমা ৩২*, নাহিদা ০, খাদিজা ২*; তামি ৩/৩০, এমলাবা ২/১৬, খাকা ১/৩০, অ্যানি ০/১৫, ডি ক্লার্ক ২/২৭, নন্দুমিসো ১/৩০)

ফল: দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দল ৪৭ রানে জয়ী

ম্যাচ সেরা: ন্যাডিন ডি ক্লার্ক