বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২২ জনের দল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিরোশান ডিকভেলা, লাহিরু কুমারা, আকিলা দনাঞ্জয়া, লাকশান সান্দাক্যানদের দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2019, 04:11 PM
Updated : 19 July 2019, 04:42 PM

১০ ক্রিকেটারকে ফিরিয়ে শুক্রবার ২২ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন মিলিন্দা সিরিবর্দনে, জেফরি ভান্ডারসে, সুরঙ্গা লাকমল ও জিবন মেন্ডিস।

আবারও উপেক্ষিত ২৯ বছর বয়সী ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। অসুস্থতার জন্য বিশ্বকাপের মাঝপথ থেকে দেশে ফেরা পেসার নুয়ান প্রদিপ ফিরেছেন দলে। 

আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই দেশের মাটিতে তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।

ওয়ানডের শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে, কুসল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, শিহান জয়াসুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, আকিলা দনাঞ্জয়া, আমিলা আপোন্সো, লাকশান সান্দক্যান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদিপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাহিরু মাদুশঙ্কা।