বেঙ্গালুরুতে মুমিনুলদের টানা দ্বিতীয় ম্যাচ ড্র
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2019 07:19 PM BdST Updated: 19 Jul 2019 08:30 PM BdST
-
ফাইল ছবি
আগেই লক্ষ্য নাগালের বাইরে চলে যাওয়ায় জয়ের কোনো চেষ্টাই করেনি মুমিনুল হকের দল। বেঙ্গালুরুতে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করেছে বিসিবি একাদশ।
৩৩৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়ায় বিসিবি ৫২ ওভার খেলার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক। সে সময় মুমিনুলদের স্কোর ছিল ৩ উইকেটে ১৫৬ রান।
দুই অঙ্ক ছুঁয়ে ফিরেন দুই ওপেনার জহুরুল ইসলাম ও সাদমান ইসলাম। থিতু হয়ে ফিরেন মুমিনুল। ১০০ বলে ৬ চার ও এক ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন শান্ত। তিন চারে অপরাজিত ২১ রান করেন সাইফ হাসান।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুক্রবার ৮ উইকেটে ২৭৪ রান নিয়ে চতুর্থ ও শেষ দিন শুরু করা ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি থামে ৩১১ রানে।
৪২ রান নিয়ে দিন শুরু করা ইকবাল আব্দুল্লাহ ৫৫ বলে ৯ চার ও দুই ছক্কায় খেলেন ৭০ রানের বিস্ফোরক এক ইনিংস। তাকে বিদায় করে ক্রিকেট অ্যাকাডেমিকে গুটিয়ে দেন নাঈম হাসান।
৯১ রানে ৫ উইকেট নিয়ে বিসিবি একাদশের সেরা বোলার তাসকিন।
সংক্ষিপ্ত স্কোর:
ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি ১ম ইনিংস: ৩৩১
বিসিবি একাদশ ১ম ইনিংস: ৩০৬
ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি ২য় ইনিংস: (আগের দিন শেষে ২৭৪/৮) ৭১.৩ ওভারে ৩১১ (ইকবাল ৭০, মুকেশ ১৩, আকিব ০*; তাসকিন ২০-২-৯১-৫, শহিদুল ১৭-৪-৫০-১, তাইজুল ১৯-১-৭৫-১, আরিফুল ১-০-৮-০, নাঈম ১১.৩-০-৬৬-১, মুমিনুল ৩-০-৯-১)
বিসিবি একাদশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩৭) ৫২ ওভারে ১৫৬/৩ (জহুরুল ১১, সাদমান ১৬, মুমিনুল ৪৫, শান্ত ৫৯*, সাইফ ২১*; আকিব ১০-৪-২১-১, মুকেশ ৯-২-৩৩-১, সাইরাজ ৯-১-২৪-০, নৌশাদ ৪-২-১০-০, শুভম ১৪-৫-৩৪-১, সরফরাজ ১-০-৮-০, আব্দুল্লাহ ৫-০-২২-০)
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন